Shantanu Banerjee Arrested : গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া, শান্তনুর সম্পত্তির তালিকা তাক লাগানো
Shantanu Banerjee Property List : ধাবার কর্মীদের দাবি, এই ধাবার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায় । বন্ধ ধাবার ভিতরে রয়েছে লাউঞ্জ, হুক্কাবার।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় ( Bengal Recruitment Scam ) যুব তৃণমূল ( TMC ) নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে ( Shantanu Banerjee ) গ্রেফতার করেছে ইডি ( ED ) । একটি ছাত্রভোটের সূত্রে যুব তৃণমূল শীর্ষনেতৃত্বের নজরে এসেছিলেন এই শান্তনু। সেখান থেকেই তাঁর উত্থান শুরু হয়।
ED সূত্রে দাবি, প্রাইমারি, আপার প্রাইমারি, সংগঠিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেট নির্ধারণ করেছিলেন শান্তনু। এই শান্তনুর সম্পত্তির তালিকা চমকে দেওয়ার মতো। এবিপি আনন্দর প্রতিবেদক তুলে ধরেছেন সেই সব চিত্র। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। বলাগড়ে শান্তনুর বিলাসবহুল দোতলা বাড়ি রয়েছে। গোটা বাড়ি ৭টি সিসি ক্যামেরায় মোড়া। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দুটি গাড়ি, বারান্দায় রয়েছে ট্রেডমিল, জিরাটের আসাম রোডে বিলাসবহুল ধাবার হদিশ !
এই ধাবার কর্মীদের দাবি, এই ধাবার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায় । বন্ধ ধাবার ভিতরে রয়েছে লাউঞ্জ, হুক্কাবার। ধাবার উল্টোদিকে রয়েছে ইচ্ছেডানা গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান মিলেছে , যার মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায়।
শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর বলাগড় জিরাটের বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে পোস্টার দেন বিজেপি কর্মীরা। শান্তনুর ছবি দেওয়া পোস্টারে লেখা চোর। তাঁর ধাবার সামনেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
নিয়োগ দুর্নীতিতে দু'জনের সরাসরি যোগসাজশ ছিল বলে চাঞ্চল্যকর দাবি করা হল ED-র তরফে। অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে শান্তনু সুপারিশ করতেন বলে, দাবি করা হচ্ছে ED সূত্রে। শুধু তাই নয়, প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দিতে, মাথাপিছু ৪ থেকে ৫ লক্ষ টাকা নিতেন যুব তৃণমূল নেতা। মানিকের বাড়ির মতো, শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েও প্রচুর চাকরিপ্রার্থীর নামের তালিকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে ৩১২ জন চাকরিপ্রার্থীর নাম, তাঁদের অ্যাডমিট কার্ড, রোল নম্বরের তালিকা পাওয়া গেছিল। মানিকের ফ্ল্যাট থেকে যে তালিকা উদ্ধার হয়েছে, তার মধ্যে থাকা বেশকিছু নাম রয়েছে শান্তনুর বাড়ি থেকে মেলা তালিকাতেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে আরও দাবি করা হচ্ছে, ৩১২জনের মধ্যে ২০জনকে স্কুলে চাকরিও পাইয়ে দিয়েছিলেন মানিক।
৭ বার জিজ্ঞাসাবাদের পর, শুক্রবার শান্তনুকে গ্রেফতার করে ED. সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে ধৃত যুব তৃণমূল নেতা জানিয়েছেন, প্রাইমারি, আপার প্রাইমারির পাশাপাশি সংগঠক শিক্ষকদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি।