এনজেপি স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেনে গুলি, মৃত ১
জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার হয়েছে।
সনৎ ঝা, বাচ্চু দাশ, নিউ জলপাইগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশন ও আমবাড়ি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে চলল গুলি। মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। মৃত্যু হল এক যাত্রীর। খুনের আশঙ্কা করছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ দিল্লিগামী কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকার মুখে অসংরক্ষিত কামরায় গুলি চলে। যাত্রীদের দাবি, পরপর ৩ রাউন্ড গুলি চলার পর দেখা যায় এক যাত্রী লুটিয়ে পড়ে রয়েছেন। তাঁর পাশে একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে।
ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই রেল পুলিশ গিয়ে কামরা থেকে ওই যাত্রীর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের পায়ে ও তলপেটে গুলি লাগে। মৃত সঞ্জয় সিং পারমার মধ্যপ্রদেশের বাসিন্দা ও প্রাক্তন সেনা কর্মী বলে পুলিশ জানিয়েছে। খুন নাকি, আত্মহত্যা, খতিয়ে দেখা হচ্ছে।