Purulia News: বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আমন্ত্রণ বিতর্ক, রাজ্যপালের কাছে নালিশ বিজেপির
Sidho Kanho Birsa University: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও কি এবার আমরা-ওরা? সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিজেপির সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।
হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিজেপির (BJP) সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ। রাজ্যপালের কাছে নালিশ সুভাষ সরকার, জ্যোতির্ময় সিং মাহাতোর। তৃণমূলের চেয়ারম্যান, মন্ত্রীরা ডাক পেলেও বিজেপির সাংসদ বিধায়কদের ডাকা হয়নি বলে অভিযোগ।
রাজ্যপালের কাছে নালিশ বিজেপির: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও কি এবার আমরা-ওরা? সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিজেপির সাংসদ-বিধায়কদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজেপির দাবি, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো সহ অনেকে। কিন্তু বিজেপির দাবি, আমন্ত্রণ জানানো হয়নি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, পারার বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউড়ি, জয়পুরের বিজেপি বিধায়ক নরহরি মাহাতো এবং বলরামপুরের বিধায়ক বাণেশ্বর মাহাতোকে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার বলেন, “সরকারি কোনও অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ও সাংসদদের ডাকা নিয়ম, পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ম উঠিয়ে দিয়েছে, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় যে কনভোকেশন অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে জেলার তিনজন বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি ও মিউনিসিপালিটি চেয়ারম্যানদের ডাকা হলেও বিজেপির বিধায়ক ও সাংসদদেরকে সেই অনুষ্ঠানে ডাকা হয়নি। রাজ্যপালের কাছে বিষয়টি উত্থাপন করা হবে।’’ পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো বলেন, “উপাচার্য পর্যন্ত তৃণমূলের অঙ্গুলিহেলনে কাজ করছে। BJP-র প্রতিনিধিরা যদি ইউনিভার্সিটি ঢুকে যায় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে। আমরা রাজ্যপালকে জানিয়েছি। অনুষ্ঠানে, আমন্ত্রিত থাকলেও, উপস্থিত ছিলেন না পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্য়োপাধ্যায়, ও তৃণমূল কংগ্রেসের পরাজিত বিধায়ক পদপ্রার্থী শান্তিরাম মাহাতো।
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
দিনকয়েক আগে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে বিতর্ক তৈরি হয়। স্থায়ী উপাচার্য ছাড়া কী করে হল সমাবর্তন? এই প্রশ্ন তোলার পাশাপাশি সব বিভাগীয় প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট ডিগ্রিপ্রাপকরাও। যদিও এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি ভারপ্রাপ্ত উপাচার্যর।
আরও পড়ুন: Dream Meaning: আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?