GTA Election: 'এলাকায় বহিরাগত,' ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দার্জিলিঙের বিজেপি বিধায়কের বিরুদ্ধে
তার ভিত্তিতেই বিজেপি বিধায়কের গাড়ি আটক করা হয়। বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের দাবি, রঙ্গিয়াতে বিধায়ককে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে সাধন মোড় এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন গাড়ি চালক। তখনই গাড়ি আটকানো হয়।
শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল দার্জিলিঙের (Darjeeling) বিজেপি বিধায়ক নীরজ জিম্বার বিরুদ্ধে। মাটিগাড়ার (Matigara) আঠারো খাই সাধন মোড় এলাকায় বিধায়কের গাড়ি আটক করেন নির্বাচনী আধিকারিকরা। মহকুমা পরিষদের নির্বাচনের আগে এলাকায় বহিরাগতরা ঢুকছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিধায়কের গাড়ি আটক: তার ভিত্তিতেই বিজেপি বিধায়কের গাড়ি আটক করা হয়। বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের দাবি, রঙ্গিয়াতে বিধায়ককে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে সাধন মোড় এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন গাড়ি চালক। তখনই গাড়ি আটকানো হয়।
পাশাপাশি ফাঁসিদেওয়ার ৩৬ নম্বর বুথে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এক নির্দল সমর্থক আহত হয়েছেন। দার্জিলিঙের সেন্ট জোসেফ কলেজে বুথের কাছে হামরো পার্টির ক্যাম্প। দেখতে পেয়ে সরিয়ে দিল পুলিশ।
পাহাড়জুড়ে ভোট: এক দশক পর, আজ পাহাড়জুড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র ৪৫টি আসনে নির্বাচন। মোট বুথ ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার। নিরাপত্তার দায়িত্বে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী।
জিটিএ-র ৪৫টির মধ্যে দার্জিলিঙে ১৬, কালিম্পঙে ১৩, কার্সিয়ঙে ১৩ ও মিরিকে ৩টি আসন। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। সিপিএম ১২ ও কংগ্রেস ৫টি আসনে লড়ছে। দার্জিলিং সদর আসনে লড়ছেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড। ডালি আসনে তৃণমূলের প্রার্থী বিনয় তামাং। সিটং ও দার্জিলিং, এই ২টি আসনে লড়ছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা।জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ।
ভোটারদের উত্সাহ প্রবল: সকাল থেকে শিলিগুড়ির খড়িবাড়িতে মুষলধারে বৃষ্টি। ভোটারদের উত্সাহ প্রবল। বৃষ্টি উপেক্ষা করে খড়িবাড়ি হাইস্কুলে লম্বা লাইন। খড়িবাড়ি হিন্দি হাইস্কুলের সামনে জমা জল ঠেলেই ভোট দিতে যান ভোটাররা।
আরও পড়ুন: Panihati By Poll 2022: বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা, তুলকালাম পানিহাটি ভোট কেন্দ্র