Indian Army Job: সেনাবাহিনীতে চাকরির নামে টাকা আত্মসাৎ, গ্রেফতার ২
Army Job:
সনৎ ঝা, শিলিগুড়ি: সেনা বাহিনীতে (Army) চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগে গ্রেফতার দুই। জানা গিয়েছে,উত্তরপ্রদেশের (Uttarpradesh ) অমিত কুমার নামে এক যুবককে প্রতারণার ফাঁদে ফেলে দুষ্কৃতীরা। চাকরি (Job) পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে যুবককে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।
কী অভিযোগ?
তার থেকে ৩ লক্ষ টাকা দাবি করা হয় বলে জানা গিয়েছে। সেই মত ২৫,০০০ টাকা আগাম দিয়ে দেয় ওই যুবক। গতকাল বাকি টাকা দেওয়ার কথা ছিল। গতকাল সন্ধ্যা নাগাদ শুকনা শালবাড়ী এলাকায় সেনা কর্মীর পোশাক পড়ে ওই যুবক অমিত কুমারের সঙ্গে দেখা করেন দুজন ব্যক্তি। চাকরিপ্রার্থী অমিত কুমারের সঙ্গে ছিল তার মাও। ওই দুই ব্যক্তিকে বাকি টাকা দিতেই অমিত কুমারের হাতে তুলে দেওয়া হয় সেনা বাহিনীতে যোগ দেওয়ার নকল কাগজপত্র।
এদিকে এই ঘটনা চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের স্পেশাল অপরেশনাল গ্রুপের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে এবং চাকরিপ্রার্থী অমিত কুমারকে ফিরিয়ে দেওয়া হয় তিন লক্ষ টাকা। জানা গিয়েছে ধৃতদের নাম সংযোগ কুমার ও অনুজ কুমার। ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা।
আরও পড়ুন, পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিশ, খবর ইডি সূত্রে
পুলিশ সূত্রের খবর অনুযায়ী ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে সেনা বাহিনীর বেশ কিছু নকল কাগজপত্র ও রিক্রুটমেন্ট লিস্ট।এ সওজির আধিকারিকরা ধৃতদের গ্রেফতার করে তুলে দেয় প্রধাননগর থানা পুলিশের হাতে। আজ প্রধাননগর থানার পুলিশ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায়।ভতাদের ১০দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।