Toy Train: ধসের বাধা পেরিয়ে পাহাড়ে আজ ফের চালু টয় ট্রেন, পরিষেবায় জুড়ল নয়া পালক
New Jalpaiguri Darjeeling Toy Train Service: টানা বৃষ্টিতে ধসের জেরে একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা ।তবে বাধা কাটিয়ে আজ থেকে ফের চালু হল পরিষেবা।
সনৎ ঝা এবং মোহন প্রসাদ, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে (Rain) ধসের জেরে (Landslide) একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত টয় ট্রেন পরিষেবা (Toy Train Service)।তবে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উঠে আজ থেকে চালু হল এই পরিষেবা। কিন্তু এবার হেরিটেজ তকমাধারী টয় ট্রেনের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। সব বাঁধা কাটিয়ে এবার পাহাড় সমতলের টয়ট্রেন পরিষেবা আরও একধাপ উন্নত হতে চলেছে।
পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করল ভিস্তা ডোম কোচ
সোমবার সকালে সমতল থেকে পাহাড়ের বাঁক ধরে পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করল ভিস্তা ডোম কোচ। এই কোচের থেকেই পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাবেন পর্যটকরা।শুধু তাই নয় পর্যটকদের সুবিধার্থে সম্পূর্ণ বাতানুকুল রেস্তোরাঁ পরিষেবাও নিয়ে এলডিএইচআর।এর ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং সফরকালে আঁকাবাঁকা পাহাড়ি পথে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রেলের এই রেস্তোরাতেই মিলবে সুস্বাদু খাবারও। জানা গিয়েছে,সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন।এনজেপি থেকে চলবে সোমবার,বুধবার এবং শনিবার।উল্টোদিকে শৈলশহর দার্জিলিং থেকে চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। প্রতিবছরই পুজোর আগে পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পাহাড়। তাই এবারও পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের ভিড় উপচে পড়তে চলেছে বলে আশাবাদী DHR কর্তৃপক্ষ।যেকারণে পর্যটক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভিস্তাডোম কোচ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।এদিন সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের যাত্রা শুরু করেন উপস্থিত সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা।কাটিহার ডিভিশনের ডিআরএম (DRM) এস কে চৌধুরী সহ রেলের কর্তারা।
ধসের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল টয় ট্রেন পরিষেবা
চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি, প্রবল বর্ষণে পাহাড়ে ধস নেমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। ধসের জেরে বন্ধ হয় সেসময়, ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। এদিকে পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়।তবে এই মুহূর্তে সেই সব ধকল পেরিয়ে আগের মতো সুস্থ এবং স্বাভাবিক পাহাড়ের টয়ট্রেন পরিষেবা।