Siliguri News: লুকিং গ্লাস ভাঙার জের, বিয়েবাড়ি থেকে যুবককে তুলে নিল পুলিশের গাড়ির ড্রাইভার, থানায় নিয়ে চালাল নির্যাতন !
Siliguri Incident: বাগডোগরায় উত্তেজনা, বিস্ফোরক অভিযোগ পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে !

সনৎ ঝা, শিলিগুড়ি: বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন! বাগডোগরায় উত্তেজনা, ধৃত ৫।যুবকের পরিবারের কাছ থেকে ১ লক্ষ টাকা মুক্তিপণের দাবির অভিযোগ।এক যুবককে অপহরণ করে থানায় আটকে রেখে বেধরক মারধর, দাবি করা হয় এক লক্ষ টাকা মুক্তিপণ। অভিযুক্ত পুলিশের গাড়ি চালক সহ গ্রেফতার ৫ জন।
আরও পড়ুন, লালবাজার থেকে ছাড়া পেলেন সুকান্ত, জোর কটাক্ষ অভিষেককে, 'পিসির আঁচলের তলায় থেকে হাডুডু খেলতে বলুন..'
ঘটনাটি ঘটে শিলিগুড়ির বাগডোগরা থানার পুটিমারি এলাকায়। অভিযোগ, বিয়েবাড়িতে গাড়ির লুকিং গ্লাস ভাঙা নিয়ে শুরু হওয়া বিবাদের জেরে যুবক নিশান্ত রায়কে তুলে নিয়ে যায় পুলিশের গাড়ি চালক মুকেশ রায় ও তার দল। পরে থানায় নিয়ে গিয়ে চলে অমানবিক মারধর এবং মুক্তিপণের দাবি। নিশান্তের পরিবারের দাবি, ২৪ ঘণ্টা আটকে রেখে চলে নির্যাতন, শেষে ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া হয়। মামলার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত মুকেশ রায় সহ ৫ জনকে গ্রেফতার করেছে। যদিও পুলিশের দাবি, মুকেশ কোনও সরকারি পুলিশ নয়, সে বেসরকারি চালক।






















