School Bus Accident: চলন্ত স্কুল বাস থেকে খুলে গেল চাকা! ভিতরে আটকে পড়ুয়ারা, চরমে আতঙ্ক
Siliguri News:শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে স্কুল বাস। চলন্ত অবস্থায় অ্যাক্সেল ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়

সনৎ ঝাঁপ, শিলিগুড়ি: ইদের পরদিন স্কুল খুলতে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস। শিলিগুড়ি জলপাই মোড়ে চলন্ত স্কুল বাস থেকে খুলে গেল পিছনের ২টি চাকা। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা। আতঙ্কিত হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা, পরে তাদের উদ্ধার করা হয়।
শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে স্কুল বাস। চলন্ত অবস্থায় অ্যাক্সেল ভেঙে স্কুল বাসের পিছনের ২টি চাকা খুলে যায়। সকাল ৯টা নাগাদ শিলিগুড়ির জলপাই মোড়ে দুর্ঘটনা ঘটে। ১৬-১৭ জন পড়ুয়া নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল স্কুল বাস। এই ঘটনায় পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। আদৌ ফিট সার্টিফিকেট ছিলস্কুল বাসের? উদ্বিগ্ন অভিভাবকদের প্রশ্ন।
অন্যদিকে, শিলিগুড়ির কাওয়াখালিতে দ্বিতীয় দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শিলিগুড়ি বাজারে সবজি বিক্রি করে টেম্পোয় চড়ে ফাঁসিদেওয়া ফিরছিলেন দুই সবজি ব্যবসায়ী। কন্টেনারের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরেকজনের।





















