SIR in West Bengal: পোস্টিং ভিন্ রাজ্যে, নোটিস পেয়ে হয়রান BSF, নৌসেনাকর্মীরাও, ভার্চুয়াল SIR-শুনানি চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: বিধানসভা নির্বাচনের আগে SIR-শুনানি ঘিরে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।

সমীরণ পাল, সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ: জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে, করা হোক ভার্চুয়াল শুনানি। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন, এমনটাই দাবি করেছেন অভিষেক। এ নিয়ে বিজেপি যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে। (Abhishek Banerjee)
বিধানসভা নির্বাচনের আগে SIR-শুনানি ঘিরে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ভার্চুয়াল SIR-শুনানির দাবি জানালেন অভিষেক। দেশের সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে, নির্বাচন কমিশন কেন ভার্চুয়াল শুনানি করবে না, প্রশ্ন তুললেন তিনি। (SIR in Bengal)
অভিষেক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের শারীরিক ভাবে শুনানিতে হাজির হতে না বলে ভার্চুয়াল শুনানি করা হোক। তৃণমূলের এই দাবিরই প্রতিফলন শোনা গেল, SIR শুনানির ডাক পাওয়া ভোটারদের একাংশের মুখেও। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মী ধীরজ সর্দার জন্মসূত্রে উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রামের বাসিন্দা হলেও, বিশাখাপত্তনমে পোস্টিংয়ের কারণে স্ত্রী সুপ্রিয়া সর্দার ও একমাত্র মেয়েকে নিয়ে সেখানেই থাকেন।
ধীরজ জানিয়েছেন, যথেষ্ট সময় না দিয়েই SIR-শুনানিতে হাজির হতে বলে তাঁদের নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন অনলাইন শুনানির ব্যবস্থা করা হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে নৌসেনা কর্মী ও তাঁর পরিবার। ধীরজের স্ত্রী সুপ্রিয়া সর্দার বলেন, "২০০২ সালের তালিকায় নাম আছে আমাদের। ভাইজাগ থেকে এখানে আসতে হল বিনা টিকিটে। ২৮ তারিখ নোটিস গিয়েছে যে ৩১ তারিখ আসতে হবে। তাহলে টিকিট পাব কী করে? আমার স্বামী নৌসেনায় আছেন। তা সত্ত্বেও আমাদের ডাকা হয়েছে। যাঁরা দেশরক্ষা করছেন, তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। কর্মসূত্রে যাঁরা বাইরে আছেন, তাঁদের জন্য অন্য ব্যবস্থা হওয়া দরকার।"
ধীরজ বলেন, "আমি উপকূলরক্ষীবাহিনীতে আছি। জেনারেল টিকিট কেটে কোনও রকমে ট্রেনে অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এলাম। লোক পা দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছে। ছোট বাচ্চা নিয়ে এভাবে এসে পৌঁছলান। অনলাইন হলে সুবিধা হতো।"
একই রকম ভোগান্তির কথা শোনা গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কর্মী অনাদি বিশ্বাসের মুখেও। তাঁর অভিযোগ, SIR শুনানিতে যোগ দিতে কোনওরকম ছুটি জোগাড় করে পাঞ্জাব থেকে মধ্য়মগ্রামে ছুটে আসতে হয়েছে তাঁকে। অনাদি বলেন, "২০০২ সালে আমার নাম নেই। বাবার আছে। সেই জন্য ডেকেছে। পঞ্জাবে পোস্টিং আমার। BSF-এ আছি। সমস্যা কী আমি সঠিক জানি না। পঞ্জাব থেকে আসতে হয়েছে। অনলাইন হলে সুবিধা হতো।"
পশ্চিমবঙ্গের ভোটার যাঁরা বর্তমানে ভিন্ রাজ্যে আছেন, তাঁদের জন্য অনলাইন শুনানির ব্যবস্থা করা হোক, একাধিকবার এই দাবি করেছে তৃণমূল। মঙ্গলবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েও এই দাবি জানিয়েছিল তারা। বুধবার জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ফের অনলাইন শুনানির দাবি তুললেন অভিষেক। তিনি বলেন, "ধরুন কারও বাড়ি হুগলিতে, কাজ করে বাইরে, তামিলনাড়ু বা পঞ্জাবে। সশরীরে তাঁদের হাজির হতে বলে হেনস্থা করা যায় না। দেশের সুপ্রিম কোর্টে যদি ভার্চুয়াল শুনানি হতে পারে, হাইকোর্টে যদি ভার্চুয়াল শুনানি হতে পারে, নির্বাচন কমিশন তাহলে ভার্চুয়াল শুনানি করবে না কেন? ওঁরা বলেছেন, পয়েন্টটা ঠিক। নোট ডাউন করেছে। দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।" যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা তাপস রায়। তাঁর মতে, তৃণমূল আদালতে যাক বিষয়টি নিয়ে।






















