West Bengal Voter List Draft Live Updates: নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা
Bengal SIR Draft List Live Updates: প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা।
LIVE

Background
প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। কমিশনের অ্যাপ ECINET-এও প্রকাশিত খসড়া ভোটার তালিকা। GOOGLE PLAY STORE বা অ্য়াপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ECINET অ্যাপ। (Bengal SIR Draft List Live Updates) (SIR in West Bengal Live Updates)
Draft Voter List Live Updates: নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা
নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে অপেক্ষায় BLO-রা। অভিযোগ নেওয়ার অপেক্ষায় ৫টা বুথের BLO-রা।
Dankuni TMC Councilor: জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় 'মৃত' তৃণমূল কাউন্সিলর, দলবল-সহ শ্মশানে গিয়ে কমিশনকে আক্রমণ
জীবিত থেকেও বাদের তালিকায় তৃণমূল কাউন্সিলর? খসড়া ভোটার তালিকায় 'মৃত' ডানকুনির তৃণমূল কাউন্সিলর! 'কেন মৃত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকায় নাম?' দলবল নিয়ে শ্মশানে গিয়ে কমিশনকে আক্রমণে তৃণমূল কাউন্সিলর।






















