SIR News: 'অসাধু ব্যক্তি ফোন করে ওটিপি নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে', চাঞ্চল্যকর অভিযোগ BLO-র !
Birbhum News: অপর এক বিএলও বলেন, "নিজের সত্ত্বাটাকেই ভুলে গিয়েছি। আমরা যে প্রাইমারি স্কুলে মাস্টার, এই সত্ত্বাটা আমরা ভুলে গিয়েছি। কোনও সময় নিজেকে সিবিআই অফিসার মনে হচ্ছে, কোনও সময় সিআইডি।"

ভাস্কর মুখোপাধ্যায় : এনুমারেশন পর্বের শেষ দিনে বীরভূমের সিউড়ি ও দুবরাজপুরে বিক্ষোভ দেখালেন বিএলওরা। সন্দেহজনক ভোটারের তালিকা ফের যাচাইয়ের নির্দেশের প্রতিবাদে এই বিক্ষোভ হয়। কমিশনের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ দেখান একাংশ বিএলও। আপলোড করা ভোটারদের একাংশের তথ্য পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশন। তারই বিরোধিতায় এই বিক্ষোভ।
বিক্ষোভকারী এক বিএলও বলেন, "প্রত্যেকদিন প্রায় কয়েক হাজার ফোন করতে হয়েছে। ফোন করে তাঁদের সঙ্গে কথা বলে ডকুমেন্ট নিয়েছি। এখন দেখা যাচ্ছে, আমাদের নাম করে কিছু অসাধু ব্যক্তি তাঁদের কাছে ফোন করে ওটিপি নিয়ে তাঁদের টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিচ্ছে। তার দায় আমাদের ঘাড়ে এসে পড়ছে। আমি যে মানুষটার বাড়িতে চারবার গিয়েছি, তাঁঁকে ভেরিফাই করার জন্য, আজ যদি আবার তাঁর বাড়ি যেতে পারি, তাহলে তারজন্য এই কাজটা ছয় মাস লেগে যাবে।"
অপর এক বিএলও বলেন, "নিজের সত্ত্বাটাকেই ভুলে গিয়েছি। আমরা যে প্রাইমারি স্কুলে মাস্টার, এই সত্ত্বাটা আমরা ভুলে গিয়েছি। কোনও সময় নিজেকে সিবিআই অফিসার মনে হচ্ছে, কোনও সময় সিআইডি।"
এক মাস ৮ দিন পর বৃহস্পতিবার শেষ হল SIR-এর ফর্ম জমা দেওয়ার কাজ। ডিজিটাইজেশনের শেষ দিনেও কিন্তু BLO-দের একাংশের অভাব-অভিযোগের শেষ ছিল না। অভিযোগ ওঠে, BLO অ্যাপে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে নানা রকম পরিবর্তন করায় খুবই সমস্যা হয়েছে। অন্যদিকে, এদিন ২৫টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈশেষ বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
এদিকে 'কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব'। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের প্রতিটি লাইনে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তিনি। বৃহস্পতিবার শেষ হয় এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। তবে উত্তাপ আরও বাড়ল ! ১৬ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তার আগে কৃষ্ণনগরের সভা থেকে সরাসরি ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর হুঙ্কার, কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ পর্যন্ত ধর্না দেবেন,আপনাদের নাম না তুলবে। আরও বললেন, ' দেখছি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ’২৯ কেন, ’২৯-এর আগেই উল্টাবে, ’২৯ পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না।'






















