SIR : আপনাকে SIR সংক্রান্ত শুনানিতে ডাকলে কী কী নথি লাগবেই? কী করলে ৭ বছর জেল-জরিমানা?
বৃহস্পতিবার বিকেল ৪টে অবধি ৭ কোটি ৬৬ লক্ষ ৮ হাজার ৯৫ টি ফর্মের ডিজিটাইজেশন শেষ। শতাংশের বিচারে যা প্রায় ৯৯.৯৬%। বৃহস্পতিবার SIR-এর ফর্ম ফিল আপ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

ঘটনাবহুল ৩৮ দিন পর বৃহস্পতিবার শেষ হল SIR-এর ফর্ম জমা দেওয়ার কাজ। এসআইআর প্রসঙ্গে নানাবিধ আলোচনা, প্রচারণার পরও এখনও অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে ধন্দে মানুষ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৫ হাজার ৫৯১টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টে অবধি ৭ কোটি ৬৬ লক্ষ ৮ হাজার ৯৫ টি ফর্মের ডিজিটাইজেশন শেষ। শতাংশের বিচারে যা প্রায় ৯৯.৯৬%। বৃহস্পতিবার SIR-এর ফর্ম ফিল আপ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।
- আধার কার্ড ছাড়া এগারোটা নথি কী কী, যার অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে?
নির্বাচন কমিশনের উত্তর -
* কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।
* ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
* বার্থ সার্টিফিকেট
* পাসপোর্ট
* মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট
* রাজ্য সরকারের অধীনস্থ কোনও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট
* ফরেস্ট রাইট সার্টিফিকেট
* জাতিগত সার্টিফিকেট
* জাতীয় নাগরিকপঞ্জী (শুধু অসমের ক্ষেত্রে)
* স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্য়ামিলি রেজিস্টার
* সরকারের দেওয়া ল্য়ান্ড অথবা হাউস অ্য়ালটমেন্ট সার্টিফিকেট
- ধরুন, খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই। অথচ কোনও শুনানির ডাক বা নোটিস পাননি। কী করবেন?
নির্বাচন কমিশনের উত্তর - ফর্ম ৬-এর অ্য়ানেক্সার ৪ ফিলআপ করে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে।
- আপনার নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ম্য়াপিং ও ম্য়াচিং হলেও কি আপনাকে শুনানির জন্য় ডাকা হতে পারে?
নির্বাচন কমিশনের উত্তর - ERO মনে করলে আপনাকে ডাকতে পারেন।
- SIR-এ কেউ ইচ্ছাকৃতভাবে জাল নথি পেশ করলে বা ভুল তথ্য় দিলে তার কী শাস্তি হতে পারে?
নির্বাচন কমিশনের উত্তর - ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর তিনশো সাঁইত্রিশ নম্বর ধারা অনুযায়ী, কেউ যদি নথি জাল করেন, তাহলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।
SIR আবহেই বিধানসভা ভোটের তোড়জোড়ও শুরু করে দিয়েছে কমিশন। বৃহস্পতিবার পুলিশ, পরিবহণ, আয়কর দফতর, শুল্ক দফতর, রিজার্ভ ব্যাঙ্ক, ED, বিমানবন্দর সহ ২৫টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈশেষ বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।






















