SIR 2026 Live Update : ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর
SIR 2026 Live : প্রকাশ্যে এল খসড়া ভোটার তালিকা, মৃত-সহ বাদ গেল ৫৮ লক্ষের নাম। ২৩ ডিসেম্বর থেকে শুরু হেয়ারিং।
LIVE

Background
যুবভারতীতে বিশৃঙ্খলার জেরে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শোকজ করা হল রাজ্য পুলিশের DG রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং রাজ্যের যুব ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিন্হাকে। পদত্যাগ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারেটের DC অনীশ সরকারকে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবভারতীর CEO দেবকুমার নন্দনকে। গোটা ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অবশেষে প্রকাশ্যে এল খসড়া ভোটার তালিকা, মৃত-সহ বাদ গেল ৫৮ লক্ষের নাম। ২৩ ডিসেম্বর থেকে শুরু হেয়ারিং। ডাক পাবেন ৩০ লক্ষ নন-ম্যাপড ভোটার খসড়া ভোটার তালিকায় সবচেয়ে বেশি নাম বাদ দঃ ২৪ পরগনায়, তারপরেই উত্তর। হাওড়ায় ৪লক্ষের বেশি নাম বাদ। পূর্ব মেদিনীপুরে বাদ দেড় লক্ষের কাছে।
WB News Live : রাজ্যপালের পর বিরোধী দলনেতা, যুবভারতী পৌছেও ভিতরে ঢুকতে পারলেন না শুভেন্দু
রাজ্যপালের পর বিরোধী দলনেতা। যুবভারতী পৌছেও ভিতরে ঢুকতে পারলেন না শুভেন্দু। প্ল্যাকার্ড হাতে বিজেপির ছি ছি স্লোগান।
WB News Live : ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর
পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ. । ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি তদন্ত চলবে। নির্দেশে জানালেন বিচারপতি বসু।




















