Social Media Fraud: সোশাল মিডিয়ায় উপহারের টোপ, ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা
Social Media: প্রতারণার ফাঁদ পাতা ভুবনে। রেহাই নেই সোশাল মিডিয়াতেও। এবার সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠল।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সোশাল মিডিয়ায় (Social Media) পাঠানো লিঙ্কে (Link) ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে গায়েব টাকা। সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে এই অভিযোগ করেছেন সেক্টর ফাইভের (Sector Five) ভিন রাজ্যের এক তথ্যপ্রযুক্তি কর্মী (IT)। কারা এই চক্রের পিছনে, খোঁজ নিচ্ছে পুলিশ (Police)।
প্রতারণার ফাঁদ পাতা ভুবনে। রেহাই নেই সোশাল মিডিয়াতেও। এবার সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠল। লিঙ্কে ক্লিক করা মাত্রই গায়েব টাকা। অভিযোগ এভাবেই প্রতারণার শিকার হয়েছেন সল্টলেকের সেক্টর ফাইভে কর্মরত ভিন রাজ্যের এক বাসিন্দা।
কী অভিযোগ?
অভিযোগকারী তথ্যপ্রযুক্তি কর্মীর অভিযোগ, দিন কয়েক আগে ফেসবুকে এক পরিচিতর ছবি সহ তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। পরিচিতর ছবি দেখে তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন। তারপর একটি লিঙ্ক পাঠিয়ে বলা হয়, সেই লিঙ্কে ক্লিক করলে উপহার মিলবে। কৌতূহলবশত ওই ব্যক্তি লিঙ্কে ক্লিক করেন। তাঁর দাবি, এরপরই ব্যাঙ্ক অ্যাকাটউন্ট থেকে বেশ কয়েক হাজার টাকা গায়েব হয়ে যায়।
আরও পড়ুন, ৫ রাজ্যে ফের বাড়ল করোনা, অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চিঠি কেন্দ্রের
সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এভাবে প্রতারণার ঘটনা অভিনব বলেই জানাচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। জানান হয়, "কীভাবে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে প্রচারণা করা হয় তা বিশদে বোঝাচ্ছেন। বলছেন, লিঙ্কে ক্লিক করা মাত্রই মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা।"
ইতিমধ্যে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন এই তথ্যপ্রযুক্তি কর্মী। তবে এখনও কেউ ধরা পড়েনি। উধাও টাকাও উদ্ধার হয়নি!