Sonamukhi Municipality : খানাখন্দে ভরা প্রায় দেড় কিলোমিটার রাস্তা, সংস্কারের দাবিতে সরব সোনামুখীর ১৩ নম্বর ওয়ার্ডবাসী
Faulty Road Renovation : সোনামুখী পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেলস্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল
প্রসূন চক্রবর্তী, সোনামুখী : প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল (Bad Road)। ভরে গেছে খানাখন্দে। যার জেরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচলতি মানুষকে। এই পরিস্থিতিতে সোনামুখী পুরসভার (Sonamukhi Municipality) বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা ১৩ নম্বর ওয়ার্ডের বেহাল এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
সোনামুখী পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেলস্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অমলনগর এলাকায় এফসিআইয়ের গোডাউন রয়েছে। ফলে ঢুকছে বড় বড় গাড়ি। যে কারণে আরও বেশি রাস্তা খারাপ হচ্ছে। পাশাপাশি বৃষ্টির জলে খানাখন্দ ভরে যায়। ফলে, সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষকে ।
এই ওয়ার্ডের সাধারণ মানুষদের পাশাপাশি সোনামুখী রেলস্টেশন যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করেন অনেকে। অন্যদিকে, সোনামুখী আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরাও ব্যবহার করেন এই রাস্তা। প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা, বেরিয়েছে বড় বড় পাথর। ফলে সাইকেল, টোটো থেকে চারচাকা- সব ধরনের গাড়ি নিয়ে যাতায়াতেই সমস্যায় পড়তে হয়।
কিন্তু, তার পরেও হুঁশ ফিরছে না সোনামুখী পুরসভা কর্তৃপক্ষের । এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের আরও অভিযোগ, দীর্ঘ চার- পাঁচ বছর ধরে রাস্তাটির বেহাল হয়ে পড়ে থাকায় রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, রাস্তায় বড় বড় পাথর বেরিয়েছে। গাড়ি যাতায়াতের সময় পাথর ছিটকে রাস্তার ধারে থাকা দোকানে অনেক সময় সাধারণ মানুষের গায়ে চলে আসে এবং রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা বাড়ছে । এই পরিস্থিতিতে তাঁরা পুরসভার কাছে দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন সোনামুখী পুরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জী । তিনিও বলেন, রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে এটা ঠিক।
এই পরিস্থিতি পুরসভা যাতে দ্রুত এটির সারাইয়ের ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।