Sourav On Saraswati Puja : সানা - ডোনা নেই, দীক্ষামঞ্জরীতে অঞ্জলি দিলেন সৌরভ, করলেন প্রার্থনা
Sourav On Saraswati Puja : ব্যস্ততার মাঝেও সবার আবদার রাখলেন। যাঁরাই চাইলেন, দিলেন সই, তুললেন নিজস্বীও।
সৌমিত্র রায়, কলকাতা : মেয়ে সানা (Sana Ganguly) পড়াশোনা করছেন লন্ডনে। স্ত্রী ডোনাও (Dona Ganguly) রয়েছেন মেয়ের সঙ্গেই। কিন্তু প্রথা মেনেই সৌরভের শ্বশুরবাড়িতে নৃত্যশিল্পীর স্কুলে চলছে বাণীবন্দনা। সকাল সকাল মন্ত্রোচ্চারণ, ধূপ-ধুনোর গন্ধে ভরে উঠল ডোনা গঙ্গোপাধ্যায়ের শিক্ষাঙ্গন। সেখানেই সকাল সকাল পুষ্পাঞ্জলি দিলেন সৌরভ (Sourav Ganguly)।
পরনে জিনস ও সোয়েটার। চোখ চশমা। স্থির দৃষ্টি দেবীর দিকে। পুজো দিলেন মহারাজ। তবে অন্যবারই সানা ও স্ত্রী ডোনার সঙ্গে পাঞ্জাবি পরে পুজো দেন সৌরভ। কিছুক্ষণ পরই আমদাবাদ উড়ে যাবেন বিসিসিআই প্রেসিডেন্ট। তার আগে নিয়ম মেনে দিলেন অঞ্জলি (Anjali) । ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরির সরস্বতী পুজোয় (Saraswati Pujo) অঞ্জলি দেন বিসিসিআই সভাপতি। আগামীকাল থেকেই শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু। তার আগে আজ গুরুত্বপূর্ণ মিটিংও আছে তাঁর। এই ব্যস্ততার মাঝেও সবার আবদার রাখলেন। যাঁরাই চাইলেন, দিলেন সই, তুললেন নিজস্বীও।
সরস্বতী পুজোয় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ করোনা আবহে স্কুল-কলেজে বাণী বন্দনার আয়োজনে কড়াকড়ি থাকলেও, পুজোর আনন্দে সামিল ছাত্রছাত্রীরা। মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷
চারিদিকে আমেজ উৎসবের। ব্যস্ততার মাঝেই সরস্বতী বন্দনায় মেতে উঠেছেন তারকারা৷ রুপোলি পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, তারকারা ব্যস্ত বাগদেবীর আরাধনায়। পুরভোটের প্রচারের ময়দানে নামার আগে সকাল থেকে সরস্বতী পুজোয় মেতেছেন রাজনীতিকরাও। বেহালার চড়কতলায় নিজের তৈরি স্কুলে বাণীবন্দনার আয়োজনে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা। আরবানায় আবাসনের পুজোয় সস্ত্রীক সামিল পরিচালক অরিন্দম শীল। প্রতিবারের মতো আজও সরস্বতী পুজোর দিনটা কাটাবেন বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায়। সঙ্গে রয়েছে ভোগ খাওয়া।