![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
South 24 Paraganas News: সম্পর্কে ইতি টানায় প্রাক্তন প্রেমিকার দুটি চোখ নষ্ট করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
South 24 Paraganas Crime News: সংজ্ঞাহীন অবস্থায় গাড়ি করে অন্যত্র নিয়ে গিয়ে যুবতীর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা ও তাঁর দুটি চোখ নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবতী।
![South 24 Paraganas News: সম্পর্কে ইতি টানায় প্রাক্তন প্রেমিকার দুটি চোখ নষ্ট করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত South 24 Paraganas Former lover tried to murder girl, spoiled eyes for rejection of love at Bhangar South 24 Paraganas News: সম্পর্কে ইতি টানায় প্রাক্তন প্রেমিকার দুটি চোখ নষ্ট করে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/10/0b9781ca903194eed3985b60fe9b2d0a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সম্পর্কে ইতি টানায় প্রাক্তন প্রেমিকাকে (Former Lover) খুনের চেষ্টা (Murder attemt) ও দুটি চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাঙড় থানার (Bhangar) পুলিশ (Police)। চন্দনেশ্বর এলাকার ঘটনা। আক্রান্তের পরিবারের অভিযোগ, অবিবাহিত বলে দাবি করে বছর দুয়েক আগে যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে ভাঙড়ের বাসিন্দা খোকন বাছার। প্রেমিক বিবাহিত জানতে পেরে সম্পর্ক ছিন্ন করেন যুবতী। অভিযোগ, সেই আক্রোশেই মঙ্গলবার সোনারপুর স্টেশনে প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করে তাঁকে মাদক মেশানো মুড়ি খাওয়ান ওই যুবক। সংজ্ঞাহীন অবস্থায় গাড়ি করে অন্যত্র নিয়ে গিয়ে যুবতীর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা ও তাঁর দুটি চোখ নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবতী।
ভাঙড়ের চন্দনেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, খোকন প্রেমে প্রত্যাখিত হয়ে ওই তরুণীকে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে প্রথমে দুটি চোখ নষ্ট করে দেয়। তারপর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। তরুণীর কোন রকম সাড়া না পেয়ে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায় খোকন। সকালে ওই তরুণীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জয়নগর থানা এলাকার তার বাড়িতে পাঠিয়ে দেয়। সেখান থেকে ওই তরুণীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই তরুণী।
পরিবার সূত্রে খবর, দু'বছর আগে গড়িয়া নাকতলা এলাকায় একটি বৃদ্ধাশ্রমের কাজ করত তাদের মেয়ে। সেখানেই ভাঙড়ের মাধবপুর এলাকার বাসিন্দা খোকন বাছারের সঙ্গে পরিচয় হয়। খোকন নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সম্পর্ক তৈরি করে ওই তরুণীর সঙ্গে। পরে খোকনের বিয়ের কথা জানতে পেরে সম্পর্ক থেকে সরে আসে ওই তরুণী। তারপর বেশ কিছুদিন বাড়িতেই থাকে কর্মহীন অবস্থায়। পরিবারে অভাব-অনটন থাকায় আবার সে বালিগঞ্জের একটি আয়া সেন্টারে কাজ শুরু করে। খোকন বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার বালিগঞ্জে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করে। তারপর গল্প করতে করতে ট্রেনে চেপে মেয়েটিকে সোনারপুরে নামিয়ে নেয়। সোনারপুর স্টেশনে মাদক মেশানো মুড়ি খাইয়ে মেয়েটিকে সংজ্ঞাহীন করে দেয়। সোনারপুর স্টেশন থেকে রাতের অন্ধকারে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে আসে একটি গাড়িতে করে। সেখানে প্রথমে তার চোখ দুটি নষ্ট করে দেয়। তারপর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। ইতিমধ্যেই এই ঘটনায় খোকন বাছারকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)