Cyber Crime: অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ব্যাঙ্ক থেকে হঠাৎ গায়েব সাড়ে ৩৩ হাজার টাকা
ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানানোর পরেও এভাবে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত শিক্ষক।
সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা : অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩৩ হাজার টাকা গায়েব। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সুবুদ্ধিপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নন্দলাল নস্করের অভিযোগ, জুলাই মাসে ১৯, ২০ ও ২১ তারিখে SBI-এর বারুইপুর শাখায় তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় ৩০ হাজার টাকা উধাও হয়ে যায়। ২৫ জুলাই সাইবার ক্রাইম-সহ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। অভিযোগ, পরের দিন ২৬ জুলাই, ফের তাঁর অ্যাকাউন্ট থেকে সাড়ে ৩ হাজার গায়েব হয়ে যায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ জানানোর পরেও এভাবে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত শিক্ষক।
আমেরিকার নাগরিককে প্রতারণা: কিছুদিন আগে কলকাতয় ভুয়ো কল সেন্টারে বসে আমেরিকার নাগরিককে ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। ৫ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। । সূত্রের খবর, ইকর্মাস সাইটের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেই ভয় দেখিয়ে এক মার্কিন নাগরিককে অ্যাপ ডাউনলোড করিয়ে অ্যাকাউন্ট ৪০ হাজার মার্কিন ডলার হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ইকর্মাস সংস্থার তরফে ইন্টারপোলের মাধ্যমে বিষয়টি সিবিআইকে জানানো হয়। সিবিআই কলকাতা পুলিশকে তদন্তভার হস্তান্তর করে। কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত শুরু করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর পর সেক্টর ফাইভে হানা দিয়ে ভুয়ো কল সেন্টার থেকে চক্রের মূল পাণ্ডা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও বেশ কিছু নথি।
অক্ষরে কারচুপি করে অভিনব প্রতারণা: সল্টলেকে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ার অভিযোগ, একটি বেসরকারি ব্য়াঙ্ক থেকে মোবাইলে একটি লিঙ্ক আসে। পড়ুয়ার দাবি, মেসেজে লেখা ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া না দিলে সেই ব্য়াঙ্কের নামে তাঁর যে ক্রেডিট কার্ড রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করতেই পরপর তাঁর অ্য়াকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে নেওয়া হয়। এরপরই জানা যায়, ব্যাঙ্কের নাম দৃশ্যত এক হলেও, আদতে তা নয়। অ্যালফাবেটে কারচুপি করে এই প্রতারণা করেছে প্রতারকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial