South 24 Pargana: আপত্তিকর ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল, পলাতক অভিযুক্ত
South 24 Pargana News:ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানা এলাকায়। গৃহবধূর অভিযোগ, আপত্তিকর ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁকে ব্ল্যাকমেল করছিলেন ওই যুবক।
![South 24 Pargana: আপত্তিকর ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল, পলাতক অভিযুক্ত South 24 Pargana: accused of blackmailing fugitive housewife by showing offensive pictures South 24 Pargana: আপত্তিকর ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল, পলাতক অভিযুক্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/e78c00e5efd84d97807d4b91ba023163_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় গৃহবধূ, তাঁর মা ও ভাইকে মারধরেরও অভিযোগ উঠেছে। মারধরে মাথা ফেটেছে গৃহবধূর মায়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) কাশীপুর থানা এলাকায়। গৃহবধূর অভিযোগ, আপত্তিকর ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁকে ব্ল্যাকমেল করছিলেন ওই যুবক। প্রতিবাদ করায় ওই যুবক গৃহবধূ ও তাঁর মা, ভাইকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে সেই গৃহবধূর ছবি নিয়ে ব্ল্যাকমেল করছিলেন অভিযুক্ত প্রতিবেশী। কিন্তু হাজার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। তার বদলে সেই গৃহবধূর পরিবারের ওপর আক্রমণ করা হয়। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয় সেই প্রতিবেশীর বিরুদ্ধে। কিন্তু পুলিশের তরফে খোঁজ চালানো হলেও এখনও অভিযুক্ত পলাতক। এর আগেও এই এলাকায় বিভিন্নরকম ডাকাতির ঘটনার খবর শোনা গিয়েছিল। কিন্তু এত বড় কোম্পানিতে এভাবে ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও উঠে যাচ্ছে।
এদিকে, অন্য একটি ঘটনায় উত্তর ২৪ পরগনার পানিহাটিতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করলেন স্বামী। নিজের গায়ে আগুন লাগিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই ব্যক্তি। পানিহাটি শ্যামাপল্লী এলাকার ঘটনার। মৃত ব্যক্তির নাম গৌতম শী। বয়স বছর তিরিশের কাছাকাছি। পেশায় তিনি মার্বেল ব্যবসায়ী ছিলেন। মার্বেলের কাজ করতেন।
কিন্তু সংসারে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে গণ্ডগোলের জেরে ওই ব্যক্তি নিজের ঘরে প্রথমে গায়ে আগুন দেন। এরপর কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন ও খড়দহ থানার পুলিশ। মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খড়দহ থানায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরো পড়ুন: উত্তাল বিশ্বভারতী, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবি, বিক্ষোভ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)