South 24 Pargana: তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত ভাঙর
South 24 Pargana: অভিযোগ তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙচুর করে। আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ।
রঞ্জিৎ সাউ, দক্ষিণ ২৪ পরগনা: আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসাকে কেন্দ্র করে তৃণমূল ও আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালী মালঞ্চ এলাকায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে ভাঙড়ের বড়ালী পদ্মপুকুর এলাকায় আহলে সুন্নাতুল জামাতেরর কর্ণধার তথা পিরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসা রয়েছে। অভিযোগ সেই ধর্মীয় জলসা ভেস্তে দিতে তৃণমূল আব্বাস অনুগামীদের হুমকি দিতে থাকে। আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যায়। অভিযোগ তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙচুর করে। আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এদিকে রাজ্যের অন্য প্রান্তে বিক্ষিপ্ত একটি ঘটনায়, রাস্তা খারাপ বলে বন্ধ হয়ে যাচ্ছে বিয়ে থেকে শুরু করে সমস্ত বড় অনুষ্ঠান। রাস্তার কারণে বিয়েই হচ্ছে না গ্রামের মেয়েদের। মালদা কালিয়াচক ১ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানটুলি গ্রামে দেখা যাচ্ছে এমনই ঘটনা।
এই গ্রামের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনও রাস্তা নেই। দীর্ঘদিন ধরেই সেই কারণে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। কোনও ঠিক রাস্তা না থাকায় কোনও মানুষ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়াও দুষ্কর হয়ে যায়। শুধু কি তাই? এরপর বর্ষার সমস্যা তো আছেই। বৃষ্টি পড়লেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়।
বর্ষায় জমা সেই জল পেরিয়ে স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, সকলকে চলাচল করতে হয়। এরপর নয়া সমস্যা। গ্রামের সরাসরি রাস্তা না থাকায় এই গ্রামের মেয়েদের বিয়ে হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনের সকলকে জানানো হয়েছে সমস্যার কথা। কিন্তু এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই দাবি গ্রামবাসীদের।