Jaynagar Case : 'বালিকাকে ধর্ষণ করে খুন', টিউশন পড়তে গিয়ে নিঁখোজ ছাত্রীর দেহ মিলল রাতে, অগ্নিগর্ভ জয়নগর
টিউশনি পড়তে গিয়ে বাড়ি ফিরল না চতুর্থ শ্রেণীর ছাত্রী। গভীর রাতে পাওয়া গেল তার মৃত দেহ।
হিন্দোল দে, সুকান্ত দাস, জয়নগর : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আগুনে ফুঁসছে গোটা রাজ্য। দিন কয়েক আগে, বাঁশদ্রোণী এলাকায় নবম শ্রেণীর ছাত্রের পে-লোডারের ধাক্কায় মৃত্যুর ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তাল হয়ে ওঠে এলাকা। আর এবার জয়নগরের মহিষমারি। নিখোঁজ ছোট্ট মেয়ে, পুলিশের দ্বারস্থ হয়েও কোনওরকম সাহায্য না-পাওয়ার অভিযোগ উঠল বাড়ির লোক ও এলাকার মানুষের তরফে। আর রাতেই সেই মেয়ের দেহ মিলল জলা-জমিতে !
টিউশনি পড়তে গিয়ে বাড়ি ফিরল না চতুর্থ শ্রেণীর ছাত্রী। গভীর রাতে পাওয়া গেল তার মৃত দেহ। কুলতলী থানার কিপাখালীর বাসিন্দা চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী জয়নগর থানার জয়নগরের মহিষমারিতে শুক্রবার দুপুরে টিউশন পড়তে যায়। আড়াইটার সময় টিউশন পড়তে গিয়ে সন্ধে পেরিয়ে গেলেও না-ফেরায় চিন্তায় পড়ে যান বাড়ির লোক। অভিযোগ, তখন পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তা শুনতে চায়নি। এফআইআর করতে চাইলেও পুলিশ নিতে চায়নি বলেই অভিযোগ উঠেছে। আর তারপর তন্ন তন্ন করে মেয়েকে খোঁজা শুরু হয়। শেষে রাতে জলা জমি থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। দেখা যায়, ছাত্রীর দেহে একাধিক আঘাতের চিহ্ন। পরিবার ও স্থানীয় মানুষের আশঙ্কা, ধর্ষণ করেই হত্যা করা হয়েছে ছোট্ট মেয়েটিকে। তারপর তার দেহ ফেলে দেওয়া হয়েছে জলা জমিতে । এরপর তদন্ত নেমে শুক্রবার রাতে জয়নগর থানার মহিষমারি এলাকা থেকে মুস্তাকিন সরদার নামে এক যুবককে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। কিন্তু কেন এই দেরি ? ঠিক সময়ে উদ্যোগী হলেও কি এভাবে বেঘোরে যেত ছোট্ট মেয়েটির প্রাণ ? বাঁচানো যেত না তাঁকে এই মর্মান্তিক পরিণতির হাত থেকে ? প্রশ্ন তুলে প্রতিবাদে নামেন এলাকার বাসিন্দারা। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। উত্তেজিত জনতা চড়াও হয় অভিযুক্তের বাড়ির উপর। ভাঙচুর করা হয়। পুলিশ এলাকাতে হাজির হলেও পরিস্থিতি সামলাতে পারেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এখনও উত্তপ্ত এলাকা। স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণ রোষ পুলিশের উপরই। কেন ঠিক সময়ে অভিযোগ নেওয়া হল না, প্রশ্ন তুলে ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।