(Source: ECI/ABP News/ABP Majha)
South 24 Pargana: রহস্যমৃত্যুর কিনারা, মহিলাকে খুন করে দেহ পুকুরে ফেলেছিলেন প্রেমিক
জেরায় ধৃতের দাবি, সম্প্রতি তিনি বিয়ে করায়, ব্ল্যাক মেল করে টাকা আদায় করতে শুরু করেন প্রেমিকা।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। মৃতের নাম অহল্যা সর্দার। তিনি ডায়মন্ড হারবার পুর-এলাকার বাসিন্দা। খুনের অভিযোগে গ্রেফতার হলেন মহিলার প্রেমিক, ডায়মন্ড হারবার মহকুমা আদালতের ল’ ক্লার্ক রব্বানি শেখ। পুলিশ সূত্রে খবর, গত ৫ বছর ধরে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ওই ব্যক্তির।
জেরায় ধৃতের দাবি, সম্প্রতি তিনি বিয়ে করায়, ব্ল্যাক মেল করে টাকা আদায় করতে শুরু করেন প্রেমিকা। তা নিয়েই ঝামেলার সূত্রপাত। সোমবার দেখা করার সময়, প্রেমিককে মারার চেষ্টা করেন মহিলা। পাল্টা মহিলাকে শ্বাসরোধ করে খুন করে, দেহ পুকুরে ফেলে দেন প্রেমিক। জেরায় ধৃত এমনই দাবি করেছেন বলে পুলিশ জানিয়েছে।
যুবকের মৃতদেহ উদ্ধার: চারু মার্কেট থানা এলাকায় আদি গঙ্গার ধার থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। আজ দুপুরে গঙ্গার ঘাটে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে চারু মার্কেট থানার পুলিশ গিয়ে বছর তিরিশের যুবকের দেহ উদ্ধার করে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে চারু মার্কেট থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা আরও মৃত্যু: উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিশেষভাবে সক্ষম, ইউটিউবার অমিত মণ্ডলের। গুরুতর জখম হন এক মহিলা-সহ ২ জন। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে দুই আত্মীয়কে নিয়ে বকখালি থেকে নামখানা যাচ্ছিলেন অমিত। ফ্রেজারগঞ্জের মুন্সিরহাটের কাছে মোটর ভ্যানকে ওভারটেক করতে গিয়ে, স্কুটার নিয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারেন বছর বাইশের তরুণ। গুরুতর জখম তিনজনকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। ইউটিউবার অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে এসএসকেএমে রেফার করা হয়। রাতে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই তরুণের।
রেললাইনের ওপর থেকে উদ্ধার যুগলের মৃতদেহ: হাবড়া ও অশোকনগর রোড স্টেশনের মাঝে বটতলা মোড় এলাকায় রেললাইনের ওপর থেকে উদ্ধার হল যুগলের মৃতদেহ। ভোর সাড়ে ৪টে নাগাদ আপলাইনে প্রথম ট্রেন যাওয়ার সময়, ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান বনগাঁ জিআরপি-র। মৃত যুগলের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। মৃতদেের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Enforcement Directorate: পিনকন ও টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলায় শহরজুড়ে ইডি-র তল্লাশি অভিযান