South 24 Parganas: এলাকায় কাজ না থাকায় ভিনরাজ্যে গিয়েছিলেন, ছাদ থেকে পড়ে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Migrant Worker Death: এর আগে ২৯ অগাস্ট, গুজরাতের মুন্দ্রা বন্দরে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) আরও এক পরিযায়ী শ্রমিকের। মৃত শেখ জামাল সাগরের বাসিন্দা। পরিবারের দাবি, এলাকায় কোনও কাজ না থাকায়, ৯ মাস আগে ঠিকাদারের মাধ্যমে কেরলের থ্যালাসেরিতে নির্মাণ শ্রমিকের কাজে যান বছর ৫১-র ওই ব্যক্তি। গত মঙ্গলবার কাজ করার সময় ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। আজ সাগরের বাড়িতে আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকের দেহ। (Migrant worker death)
ক্রেনের ধাক্কায় মৃত্যু: এর আগে ২৯ অগাস্ট, গুজরাতের মুন্দ্রা বন্দরে কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার। এর সপ্তাহ খানেকের মধ্যে এবার কেরলে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। এ রাজ্য়ে কাজ না পেয়েই বাইরে যেতে হয়েছিল বলে দাবি করেছে মৃত শ্রমিকের পরিবার। এ নিয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও।
মিজোরামে সেতু-বিপর্যয়ের পর অন্ধকার নেমে এসেছে মালদার ঘরে ঘরে। স্বজন হারানোর শোকের সেই আবহ কাটতে না কাটতে ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিকের। পরিজনকে হারানোর কান্না ফের সেই সাগরে। মৃতের নাম, শেখ জামাল(৫১) সাগরের খান সাহেবাবাদের বাসিন্দা। পরিবারের দাবি, এলাকায় কোনও কাজ না থাকায়, ৯ মাস আগে কেরলে নির্মাণ শ্রমিকের কাজে যান। মঙ্গলবার কাজ করার সময় ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এ দিন সাগরের বাড়িতে পৌঁছয় পরিযায়ী শ্রমিকের দেহ। কান্নার রোল ওঠে পরিবারে।
গত সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রিয়েল এস্টেট সংগঠনের এক অনুষ্ঠানে, পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যেই নির্মাণ প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, যেহেতু এরাজ্যের শ্রমিকদের দক্ষতা বেশি সেই কারণে বাইরের রাজ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মৃতের পরিবারের মতো বিরোধীদেরও অভিযোগ, বাংলায় কর্মসংস্থানের সুযোগ নেই - তাই ভিনরাজ্যে ছুটতে হচ্ছে এনিয়ে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।
এর আগে গত মাসের ২৩ অগাস্ট মিজোরামের সাইরাং এলাকায়, ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ রেল ব্রিজ। মৃত্যু হয় মালদার ২৩ জন শ্রমিকের। ২৯ অগাস্ট অসমের জোড়হাটে মারা যান মালদার মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ২১ বছরের ছোটু মোমিন। পরিবারের দাবি, টাওয়ারে উঠে ওভারহেড তার লাগানোর সময় ছোটু পড়ে যান। ওই দিনই গুজরাতের মুন্দ্রা বন্দরে
কাজ করতে গিয়ে ক্রেনের ধাক্কায় মৃত্যু হয় সাগরের মহেন্দ্রগঞ্জের বাসিন্দা ২১ বছরের সুজিত জানার। এবার কেরলে গিয়ে মৃত্যু হল সাগরের আরও এক পরিযায়ী শ্রমিকের।
আরও পড়ুন: Kasba Student Death: পড়ুয়ার রহস্যমৃত্যু! অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল