South 24 Parganas: বিধায়কের উপর ক্ষোভ দলীয় কর্মীদের! পাল্টা মিছিল অন্য শিবিরের! ফের প্রকাশ্যে দলের 'কোন্দল'
Gosaba TMC:দলের কর্মীদের কুকথার প্রতিবাদে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃ্ত্বে এলাকায় ধিক্কার মিছিল করলেন শাসক শিবিরেরই একাংশ।
শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে গোসাবায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের ঘরোয়া কোন্দল। দলীর কর্মিসভায় গোসাবার বিধায়কের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের একাংশ। দলের কর্মীদের কুকথার প্রতিবাদে তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃ্ত্বে এলাকায় ধিক্কার মিছিল করলেন শাসক শিবিরেরই একাংশ। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিধায়ক। ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব, কটাক্ষ করেছে বিজেপি।
প্রকাশ্যে ক্ষোভ:
গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা দেবাশিস মণ্ডল বলেন, 'সেই বিশ্বাসঘাতকটাকে আজকে কটুকথা বলব। সুব্রত মণ্ডল যে খেলায় নেমেছেন, সেই খেলাটা আগামীদিনে ফলপ্রসূ হবে না, হবে না, হবে না।' কখনও দলীয় বিধায়ককে বিশ্বাসঘাতক বলে উল্লেখ আবার কখনও দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল বিধায়ককে নিশানা। যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হাসান মোল্লা বলেন, 'এই অ্যান্টিসোশালকে ইডি যদি না ডাকে তাহলে পশ্চিমবাংলা ছেড়ে চলে যাব। ওঁকে ইডি ডাকবেই ডাকবে, এবং সেটা বিধানসভা নির্বাচনের আগে।'
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় প্রকট হচ্ছে তৃণমূলের ঘরোয়া কোন্দল। তৃণমূলের কর্মিসভায় গোসাবার বিধায়কের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিল দলেরই একাংশ। দিন পনেরো আগেই দলীয় কর্মীদের সামনে, গোসাবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তোলেন ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি। তিনি বলেছিলেন, 'আমাদের গোসাবার বিধায়ক, তাঁর যা মানসিকতা, আর তাঁর যা গতিবিধি আমরা লক্ষ্য করছি, টোটাল বিজেপিকে নিয়ে আনাগোনা করছেন এবং অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপন করছেন।'
এবার সরাসরি গোসাবার তৃণমূল বিধায়ককে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করলেন দলেরই একাংশ। শুধু তাই নয়, দলের বিধায়কের উদ্দেশে এই কুকথার বর্ষণ হল এলাকার তৃণমূল নেত্রী তথা গোসাবার রাধানগর-তারানগর পঞ্চায়েত প্রধান রেবা মণ্ডলের উপস্থিতিতেই। যাঁর প্রতিবাদে এলাকায় পাল্টা ধিক্কার মিছিল করলেন গোসাবার তৃণমূল বিধায়কের অনুগামী বলে পরিচিত রাধানগর-তারানগর অঞ্চলের তৃণমূল সভাপতি। রাধেশ্যাম বৈদ্য বলেন, 'বিধায়কের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় আমরা ধিক্কার মিছিল করেছি।'
গোসাবার তৃণমূল বিধায়কের উদ্দেশে কুকথা দলের একাংশের। দলের একাংশকে কাঠগড়ায় তুলে তৃণমূলের অঞ্চল সভাপতির ধিক্কার মিছিল। গোসাবায় প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ। রাধানগর-তারানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল নেত্রী রেবা মণ্ডল বলেন, 'আমি বিধায়কের সম্পর্কে এরকম কোনও মন্তব্য করিনি। তবে যাঁরা বলেছে তাঁরা ঠিক করেনি। কিন্তু অঞ্চল সভাপতি যেভাবে আমার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তার নিন্দা করছি।'
কী বলছেন বিধায়ক:
যদিও তাঁর বিরুদ্ধে দলের একাংশের করা কুরুচিকর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ গোসাবার তৃণমূল বিধায়ক। এমনকী বিজেপি যোগের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য সঞ্জয় নায়েক বলেন, 'ভাগ বাটোয়ারা নিয়েই গোসাবায় তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব, আগামী পঞ্চায়েত ভোটে জবাব দেবে মানুষ।'
আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে সাধারণের মাঝে রাজ্যপাল, দিলেন পুজো, খেলেন ছাতুর সরবত