South 24 Parganas: চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতর মায়ের মৃত্য়ুর অভিযোগ, ধুন্ধুমার হাসপাতালে
প্রসূতির পরিজনদের দাবি, গতকাল রাতেই এক কন্য়া সন্তানের জন্ম দেন তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন।
ক্য়ানিং: চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতর মায়ের মৃত্য়ুর অভিযোগ উঠল। ঘটনা ঘিরে গতকাল রাতে অশান্ত হয়ে ওঠে ক্য়ানিং মহকুমা হাসপাতাল (Canning Mahakuma Hospital)। মৃতার নাম অনিমা বিশ্বাস। তিনি ক্য়ানিং-এর (Canning) বাসিন্দা। প্রসূতির পরিজনদের দাবি, গতকাল রাতেই এক কন্য়া সন্তানের জন্ম দেন তিনি। এর পরই অসুস্থ হয়ে পড়েন। মৃতার পরিবারের অভিযোগ, সেই সময় বারবার চিকিৎসক ও নার্সদের ডাকলেও, কেউ আসেনি। কিছুক্ষণের মধ্য়েই মৃত্য়ু হয় ওই মহিলার। এর পরই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি বেধে যায়। ক্য়ানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও একই ছবি: কিছুদিন আগে বিষ্ণুপুরে সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই প্রসূতির মৃত্যু ঘিরে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল মৃতের পরিবার। মাথা ঘুরে বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে প্রসূতির। গাফিলতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন নার্সিং ইনচার্জ। তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।
দফায় দফায় নার্সিংহোম ভাঙচুর: চিকিৎসার গাফিলতিতে রোগিণীর মৃত্য়ুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরে দফায় দফায় নার্সিংহোম ভাঙচুর করা হয়। মৃতদেহ নিয়ে হাওড়া-আমতা রোড অবরোধ করেন মৃতের পরিজনেরা। একঘণ্টা অবরোধ চলার পর, পুলিশ ও র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য রবিবার নার্সিংহোমে ভর্তি করা হয় বছর ৪৫-এর মিনতি পাঁজাকে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হওয়ায়, গতকাল বিকেলে রোগিণীকে এসএসকেএমে রেফার করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় মহিলার। এরপরই নার্সিংহোমে ভাঙচুর চলে। আজ সকালেও ভাঙচুর করা হয়। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
চিকিৎসার গাফিলতিতে রোগিণীর মৃত্য়ুর অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হাওড়া-আমতা রোড। মৃতদেহ নিয়ে একঘণ্টা ধরে চলল পথ অবরোধ। মৃতের পরিজনেরা দফায় দফায় নার্সিংহোমে ভাঙচুর চালান বলে অভিযোগ। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। মৃতের আত্মীয় সুজাতা পাঁজার অভিযোগ, পুলিশ কিছু করছে না, বড়গাছিয়ায় প্রশাসন বলে কিছু নেই, চিকিৎসককের লাইসেন্স কেড়ে নেওয়া হোক। নার্সিংহোম সিল করে দেওয়া হোক। যদিও এই ভাঙচুরের ঘটনায় এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।