Panchayat Elections 2023: প্রার্থী বাছবেন নিজে, ঘোষণাই সার মমতার, নির্দেশ উপেক্ষা করে দেওয়াল লিখন, প্রচার শুরু জেলায়
TMC News: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজে প্রার্থী ঠিক করবেন বলে এর আগে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
![Panchayat Elections 2023: প্রার্থী বাছবেন নিজে, ঘোষণাই সার মমতার, নির্দেশ উপেক্ষা করে দেওয়াল লিখন, প্রচার শুরু জেলায় South 24 Parganas Despite Mamata Banerjee's announcement TMC starts campaign for upcoming Panchayat Elections 2023 with apparent candidates Panchayat Elections 2023: প্রার্থী বাছবেন নিজে, ঘোষণাই সার মমতার, নির্দেশ উপেক্ষা করে দেওয়াল লিখন, প্রচার শুরু জেলায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/9a70cf24bc55b8a658c6e46753cdacaa1681289475484338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দক্ষিণ ২৪ পরগনা, গৌতম মণ্ডল: দিন ক্ষণের ঘোষণা হয়নি এখনও। কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সেই আবহেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সাংগঠনিক সমস্যায় জেরবার রাজ্যের শাসকদল (Panchayat Elections 2023)। নির্বাচনী টিকিট নিয়ে এর আগে গোলাগুলি, গোষ্ঠীদ্বন্দ্ব, খুনের ঘটনাও সামনে এসেছে। এ বার দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে দেওয়াল লিখনও শুরু হল (TMC News)।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ঘোষণার উল্টো ছবি ধরা পড়ল
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজে প্রার্থী ঠিক করবেন বলে এর আগে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা থেকে ইতিমধ্যেই জেলাস্তরে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে বলে খবর। তার পরেও দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে উল্টো ছবি ধরা পড়ল। প্রার্থিতালিকা হাতে না এসে পৌঁছলেও, তৃণমূল প্রার্থীর (অঘোষিত) নাম, দলের প্রতীক-সহ দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে সেখানে। জায়গায় জায়গায় ফ্লেক্স, ব্য়ানারও টাঙানো হয়ে গিয়েছে। চলছে প্রচারও।
কাকদ্বীপ বিধানসভা এলাকার দুই পঞ্চায়েত এলাকা থেকে এমন ঘটনা সামনে এসেছে। কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের একাধিক জায়গায় এমন ফ্লেক্স চোখে পড়েছে। এই গ্রামের ১৪২ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হিসেবে অনামিকা বাগের নামে চোখে পড়ছে ফ্লেক্স। আবার শ্রীনগর পঞ্চায়েতের রামরতনপুর গ্রামেও গত শনিবার রাত থেকে দেওয়াল লিখন শুরু হয়েছে। সেখানে দেওয়ালে দেওয়ালে নাম লেখা হয়েছে সুজন জানার।
কানাঘুষো থেকে বিষয়টি চাউর হতে সময় লাগেনি। তাতে মঙ্গলবার জেলা নেতৃত্বকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। দেওয়াল থেকে নামের অংশটুকু মুছে দেন দলেরই একাংশ। এ নিয়ে বার বার ফোন করলেও পাওয়া যায়নি সুজনকে। তবে অনামিকার দাবি, ব্লকের নির্দেশে প্রার্থী করা হয়েছে তাঁকে। তাই দলের কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে।
বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলেন জেলা নেতৃত্ব
কলকাতা থেকে নেতৃত্বের নির্দেশ থাকা সত্ত্বেও, আগাম প্রার্থীদের নামে দেওয়াল লিখন, ফ্লেক্স টাঙানোর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সুন্দরবনে তৃণমূলের জেলা যুব সভাপতি বাপি হালদারের কাছে। তিনি বলেন, "রাজ্য নেতৃত্ব প্রার্থীর তালিকা প্রকাশ করবেন। কী করে তার আগে নাম লিখে প্রচার শুরু হল, ব্লক নেতৃত্বের কাছে খোঁজ নিয়ে দেখছি।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)