TMC : চাকরি-সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, রাস্তায় দাঁড় করিয়ে তৃণমূল নেতাকে মার
South 24 Parganas : অভিযোগ, চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে গ্রামের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপন দাস। অভিযুক্তের দাবি, তিনি টাকা ধার নিয়েছিলেন।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত ভোটে তৃণমূলের (TMC) পরাজিত প্রার্থীর বিরুদ্ধে। রাস্তায় দাঁড় করিয়ে শাসকদলের অভিযুক্ত কর্মীকে সপাটে চড় কষালেন প্রতারিত মহিলা। অভিযুক্তকে নিয়ে চলল টানা-হেঁচড়াও। আক্রান্ত হন তৃণমূল কর্মীর স্ত্রীও। মারধরের ছবি ভাইরাল হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কয়লাঘাটা এলাকায়।
অভিযোগ, চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে গ্রামের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপন দাস। প্রতারণার অভিযোগ উড়িয়ে অভিযুক্তের দাবি, তিনি টাকা ধার নিয়েছিলেন। তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী-র উপর আক্রমণ চালানো ওই মহিলা সহ এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্বপন দাস বহু মানুষের কাছ থেকে চাকরি সহ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নিয়েছে। প্রতারিতরা তৃণমূলের বিভিন্ন নেতার কাছে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু কোন সুরাহা হয়নি বলেও দাবি তাঁদের। গোটা ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অভিযুক্ত ও স্থানীয়দের একাংশের অভিযোগ, চাকরি ও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে গ্রামের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন পঞ্চায়েত ভোটে(Panchayat Election) তৃণমূলের (TMC) পরাজিত প্রার্থী স্বপন দাস ওরফে ময়না। বেশ কয়েক বছর পরেও কিছু না মেলায় টাকা ফেরত চান এক মহিলা। টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় মারধর। স্বামীকে বাঁচাতে এসে মারামারিতে জড়িয়ে পড়েন অভিযুক্তর স্ত্রী।
গোটা ঘটনা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও কোনও পক্ষ এখনও থানায় অভিযোগ দায়ের করেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন