South 24 Parganas News: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, মহেশতলার নার্সিংহোমে ধুন্ধুমার, ভাঙচুর
South 24 Parganas Update: গতকাল রাত ৯টা নাগাদ পরিবারকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের দাবি, নার্সিংহোমে গিয়ে দেখা যায় আইসিইউ-তে কোনও যন্ত্রপাতিই কাজ করছে না।
জয়ন্ত রায়, মহেশতলা: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। তা নিয়ে ধুন্ধুমার মহেশতলায় (Maheshtala News)। নার্সিংহোমে (Nursingh Home) ঢুকে তুলকালাম স্থানীয়দের। আইসিইউ-তেও ব্যাপক ভাঙচুর চালান হল (Death of Patient)। মৃতের পরিবার-পরিজনরা মিলে কনার্সিংহোমের নিরাপত্তারক্ষীদের মারধরও করেন বলে অভিযোগ। যদিও মৃতের পরিবারের দাবি, নার্সিংহোমের গাফিলতিতেই মৃত্যু হয়েছে রোগীর।
আইসিইউ-এর যন্ত্রপাতি বিকল হয়ে পড়েছিল বলে অভিযোগ
মৃতের পরিবার-পরিজনদের দাবি, আইসিইউ-তে কোনও যন্ত্রপাতি কাজ করছিল না। এ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগও দায়ের করেছে মৃতের পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মহেশতলার আনন্দনগরের বাসিন্দা ৩৯ বছর বয়সি সন্তোষ যাদব। পেটে ব্যথা নিয়ে রবিবার রাতে ওই নার্সিংহোমে ভর্তি হন তিনি। সেখানে চিকিসকরা জানান, গলব্লাডারে পাথর রয়েছে তাঁরা। এর পর সন্তোষকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় বলে খবর। পরিবারের অভিযোগ, আইসিইউ-তে নিয়ে গেলেও, নানা অছিলায় অস্ত্রোপচার করা হচ্ছিল না।
এর পর গতকাল রাত ৯টা নাগাদ আচমকাই রোগীর পরিবারকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের দাবি, নার্সিংহোমে গিয়ে দেখা যায় আইসিইউ-তে কোনও যন্ত্রপাতিই কাজ করছে না। এর পর রোগীর মৃত্যু হয়েছে এই আশঙ্কায় তাঁর পরিজনেরা আইসিইউ-তে ভাঙচুর শুরু করে দেন।
চাপে পড়ে রোগীমূত্যুর কথা স্বীকার করে নার্সিংহোম!
ভাঙচুর শুরু হলে চাপের মুখে পড়ে সেইসময় নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর কথা স্বীকার করে বলে পরিজনেদের দাবি। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বাণিজ্যিক অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের অভিযোগও তুলেছে মৃত রোগীর পরিবার। তবে এ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রোগীর পরিবার-পরিজনরা অড় যে, নার্সিংহোম কর্তৃপক্ষ গ্রেফতার না হওয়া পর্যন্ত দেহ বার করবেন না তাঁরা।