South 24 Parganas News: অন্যায়ের প্রতিবাদই কাল হল ? বেধড়ক পেটাল 'মদ্যপরা', কলকাতায় আনার পথে মর্মান্তিক মৃত্যু !
Baruipur Murder Case ; প্রতিবাদ করায় পিটিয়ে খুনের অভিযোগ, শিউরে ওঠা ঘটনা বারুইপুরের বকুলতলায় !

দক্ষিণ ২৪ পরগনা: মদ্যপান করে গালাগালি, প্রতিবাদ করায় পিটিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের বকুলতলার বুইজবাটি গ্রামে ছড়িয়েছে উত্তেজনা । গতকাল রাতে বুইজবাটি গ্রামে মদ্যপান করে গালিগালাজের অভিযোগ । কাঠগড়ায় পাশের রূপনগর গ্রামের যুবকরা। জানা গিয়েছে, প্রতিবাদ করায় দুই গ্রামের যুবকদের বচসা ও গন্ডগোলের আকার নেয়। পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । গতকাল রাতের পর আজ সকালেও দুই গ্রামের গন্ডগোল ও উত্তেজনা অব্যহত রয়েছে।
আরও পড়ুন, কোন্নগরে মূক বধির নাবালিকাকে ধর্ষণকাণ্ডে ফাঁসি চেয়ে সওয়াল কল্যাণের, 'RG করের আন্দোলনকারীরা কোথায়?..'
প্রতিবাদে চলে যেতে হল ? পিটিয়ে খুনের অভিযোগ বারুইপুরে
মূলত, সায়েম খান নামে এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে। এরপরেই আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসার পর কলকাতায় আনার পথে মৃত্যু হয়েছে তাঁর ! গোটা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে বুইজবাটি গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে।
প্রতিবাদ করে খুন হয়েছেন, এই প্রথমবার নয়
তবে প্রতিবাদ করে খুন হয়েছেন, এই প্রথমবার নয়। দেশ তথা রাজ্যে এমন উদাহরণ ভুরিভুরি। এখনও স্মৃতির শহরে শিহরণ জাগায় সেই দৃশ্য, 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ! 'অন্যায় যে করে আর অন্যায় যে সহে..', তবে কি কালজয়ী এই বাণীর পথ শেষ হবে ভাবসম্প্রসারণেই ? প্রশ্ন ওঠে। তবে অন্যায় সহ্য করতে পারেননি বা অন্যায় মেনে নিতে পারেননি বলে প্রতিবাদ করতে গিয়ে অনেকেই এরাজ্যে প্রাণ হারিয়েছেন।
প্রশ্নই ছুড়ে দিয়েছেন জেলার বাসিন্দারা
মদের আসরে বচসা থেকে হোক কিংবা অন্য কোনও বিষয়, হামলার ঘটনা মোটেই নতুন নয়। তবে নিরাপত্তা নিয়ে ফের আগেই মতোই প্রশ্নটা ওঠে। যুগ বদলেছে। সঙ্গে আছে স্মার্ট ফোন। তবুও সন্তানদের বাইরে পাঠিয়ে কতটা শান্তিতে থাকেন মায়েরা ? বাড়ি ফেরার পথটা কি সবার জন্য খোলা থাকে ? গত কয়েকমাসের একের পর এক রোমহর্ষক ঘটনাগুলির পর সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন জেলার বাসিন্দারা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















