South 24 Parganas News:১৯ তারিখ থেকে প্রোডাকশন বন্ধ ছিল, ভাইফোঁটার পর কারখানা খুলতেই বের হল পচা গন্ধ, রক্তে ভেসে যাচ্ছে শৌচালয় !
Narendrapur Pepsi Factory Murder Case: নরেন্দ্রপুরের পেপসির কারখানায় শৌচালয় থেকে উদ্ধার হল এক অস্থায়ী কর্মীর দেহ !

রঞ্জিত হালদার, ব্রতদীপ ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরের পেপসির কারখানায় শৌচালয় থেকে উদ্ধার হল এক অস্থায়ী কর্মীর দেহ। আত্মীয় পরিজনদের দাবি, খুন করা হয়েছে তাঁকে। যদিও এখনও আসলে কীভাবে মৃত্য়ু হয়ছে তরুণীর তা জানা যায়নি। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন, রাজ্যে পরপর সরকারি হাসপাতালে ভয়াবহ ঘটনায় নিশানা মিঠুন চক্রবর্তীর, কার বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ ?
রক্ত ভেসে যাচ্ছে শৌচালয়। শুক্রবার নরেন্দ্রপুরের পেপসির কারখানায় এভাবেই উদ্ধার হয় এক অস্থায়ী কর্মীর দেহ। আত্মীয় পরিজনদের দাবি, খুন করা হয়েছে তাঁকে। মৃতের প্রতিবেশী বলেন, 'এটা পরিকল্পিত খুন। এটা পরিকল্পিত খুন। হতে পারে কোনও দুর্নীতির বিষয় জেনে গেছিল। তাই..', পুলিশ সূত্রে দাবি, মৃতের নাম কবির হোসেন মোল্লা। তাঁর পরিবারের দাবি, এই কারখানায় গাড়ি চালানোর কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো বুধবারও কাজে এসেছিলেন। সময় মতো বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের সদস্য়রা। ফোন সুইচড অফ পাওয়া যায় তাঁর।
অভিযোগ, শুক্রবার পর্যন্ত কারখানায় খোঁজ করেও কোনও সদুত্তর মেলেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দাবি করেছেন কারখানার নিরাপত্তারক্ষী। মৃতের দাদা সাবির মোল্লা বলেন, বাড়ি থেকে আসে। গাড়ি বার করে নিয়ে ট্রিপে গেছে। তারপর ইন আছে ভিতরে, আউটটা আর কোম্পানি দেখাচ্ছে না। ফোনের পর ফোন করছি সুইচড অফ। আমরা এলাম জিজ্ঞাসা করলাম যে আছে। বলল গাড়ি ভিতরে ও বাইরে চলে গেছে। কাল সকালে আবার এসেছি, নিরাপত্তারক্ষী বল ভিতরে নেই। মৃতের দিদি বলেন, আমরা আসি নিরাপত্তারক্ষীরা তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। এটা খুন।
কারখানা সূত্রে খবর, ১৯ তারিখ থেকে প্রোডাকশন বন্ধ ছিল। শুধু ডেলিভারির কাজ হচ্ছিল। শুক্রবার কারখানা খোলার পর শৌচালয় থেকে পচা গন্ধ পান কয়েকজন কর্মী।এরপর তাঁরাই খবর দেন পুলিশে। নরেন্দ্রপুর পেপসি কারখানার আধিকারিক বলেন, আমরা আজ সকালে এসে দেখি গন্ধ বেরোচ্ছে। কোনও কথা বলব না। পুলিশ দেখছে। প্রশ্ন উঠছে, কীভাবে মৃত্য়ু হল এই তরুণের? যেভাবে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তাতে কোনওভাবেই একে স্বাভাবিক বলা যায় না। তবে কি খুন করা হয়েছে তাঁকে ? অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।






















