South 24 Parganas News: কুপিয়ে খুনের অভিযোগ, দুই বোনের দেহ উদ্ধারে চাঞ্চল্য
Death News: কী কারণে খুন, তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা। কীভাবে মৃত্যু নিশ্চিত হতে, ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় গোয়েন্দারা।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ঘরে ঢুকে দুই অবিবাহিত বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas News) ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামে।
দুই বোনের ক্ষতি বিক্ষত দেহ উদ্ধার: স্থানীয় সূত্রে খবর, বাসন্তী প্রামাণিক (৪৫) ও বিশা প্রামাণিক (৫৫) দুই বোন একই বাড়িতে থাকতেন। সকালে এক প্রতিবেশী তাঁদের বাড়িতে গিয়ে বারান্দায় দুই অবিবাহিত বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জোড়া মৃতদেহ উদ্ধার করে। ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুই বোনকে। কী কারণে খুন, তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা। কীভাবে মৃত্যু নিশ্চিত হতে, ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় গোয়েন্দারা।
বুধবার ভরদুপুরে হাওড়া স্টেশন চত্বরে রক্তারক্তি কাণ্ড ঘটে। দুই সন্তানের সামনেই ছুরির কোপে খুন হন এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি,সেখানেই দুই সন্তানকে নিয়ে বসেছিলেন বছর ঊনত্রিশের ঋভু বিশ্বাস। মহিলার স্বামী গিয়েছিলেন ওষুধ আনতে।মহিলা ও তাঁর সন্তানদের সঙ্গে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ,আচমকাই ওই ব্যক্তি মহিলার ওপর চড়াও হন।পেটে ছুরি ঢুকিয়ে দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলাকে ছুরি দিয়ে মারার পরেই পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। শেষপর্যন্ত তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। মৃতের স্বামীর দাবি করেন,অভিযুক্ত তাঁদের পূর্ব পরিচিত।মুম্বইয়ে একই হোটেলে কাজ করতেন। মঙ্গলবারই তাঁরা একসঙ্গে নবদ্বীপে ঘুরতে যান।
মহারাষ্ট্রের বাসিন্দা অভিযুক্ত মুঙ্গেশ যাদব দাবি করেন, মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েও বিয়ে করতে রাজি হননি মহিলা। বিয়ের জন্য কলকাতায় ডেকেছিল। টাকা নেওয়ার পর বলছিল বিয়ে করবে না। ও আমাকে ফাঁসিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই খুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nirmala Sitharaman: 'TMC মানে তোলাবাজি, মাফিয়া, দুর্নীতি' আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর