Nirmala Sitharaman: 'TMC মানে তোলাবাজি, মাফিয়া, দুর্নীতি' আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
West Bengal News: লোকসভা ভোটের মধ্য়ে দফায় দফায় রাজ্য়ে এসে, তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা।
কলকাতা: কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয়ের অভিযোগ থেকে সন্দেশখালির সাম্প্রতিক ঘটনা। পঞ্চম দফার ভোটের (Loksabha Election 2024) আগে কলকাতায় এসে, এরকম নানা ইস্য়ুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। পাল্টা জবাব দিতে দেরি করেনি বাংলার শাসক দলও।
তৃণমূলের বিরুদ্ধে সরব: লোকসভা ভোটের মধ্য়ে দফায় দফায় রাজ্য়ে এসে, তৃণমূলের বিরুদ্ধে সরব হচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডারা। এবার পঞ্চম দফা ভোটের মাত্র চারদিন আগে, কলকাতার একটি অনুষ্ঠান থেকে তৃণমূলকে নিশানা করলেন মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃণমূল যখন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে, তখন পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ বলেন. “টিএমসি মানে তোলাবাজি, মাফিয়া, দুর্নীতি। মানুষের জন্য় স্কিমে করাপশন। ১০০ কোটি টাকার দুর্নীতি করেছে।’’
এবারের লোকসভা ভোটে বিজেপির অন্য়তম অস্ত্র সন্দেশখালি। নারী নির্যাতনের অভিযোগ থেকে ভাইরাল ভিডিও ঘিরে বারবার শিরোনামে উঠে এসেছে এই জায়গা। বৃহস্পতিবার সন্দেশখালি ইস্য়ুতেও আক্রমণ শানান নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “সন্দেশখালিতে ভিক্টিম শেমিং করছে তৃণমূল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আগেও করেছেন। পার্ক স্ট্রিটের সময়।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jalpaiguri Lighting Death: ফেরা হল না বাড়ি, বাজ পড়ে মর্মান্তিক পরিণতি জলপাইগুড়িতে