Pathar Pratima News: বিছানায় ঢুকে শিশুর শরীরে ছোবল, সাপ বিষধর জেনেও ওঝার কাছে ফেলে রাখা হল একরত্তিকে, বিনা চিকিৎসায় মৃত্যু
South 24 Parganas News: মৃত শিশুটির নাম শুভ বর। বয়স মাত্র আট বছর। মা-বাবা পেশায় পরিযায়ী শ্রমিক।
জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ঘুমের মধ্যে একরত্তির শরীরে ছাপের ছোবল (Snakebite)। কিন্তু তড়িঘড়ি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার বদলে, ওঝার (Shaman) দ্বারস্থ হল পরিবার। তার পরিণতি হল মর্মান্তিক। ঘণ্টার পর ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু হল তার (Child Dies of Snakebite)। এখনও বাংলার প্রত্যন্ত এলাকাগুলি কতটা কুসংস্কারের (Superstition) আচ্ছন্ন, এখনও কতটা সচেতনতার অভাব সেখানে, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করা হচ্ছে।
সাপের ছোবল সত্ত্বেও ওঝার কাছে ফেলে রাখা হল শিশুকে
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas News) জেলার পাথর প্রতিমার (Pathar Pratima News_ অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম শুভ বর। বয়স মাত্র আট বছর। মা-বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। রোজগারের তাগিদে দিল্লিতে থাকেন তাঁরা। বাড়িতে ঠাকুমা এবং ঠাকুরদার সঙ্গে থাকত একরত্তি শুভ। তার দিদিও গ্রামের বাড়িতেই থাকে।
শুক্রবার রাতে ঠাকুমা এবং দিদির সঙ্গেই ঘুমিয়েছিল শুভ। ভোরের দিকে আচমকা যন্ত্রণায় ককিয়ে ওঠে সে। তাতে ঘুম ভেঙে যায় শুভর ঠাকুমার। বিছানায় বিশাল আকারের একটি বিষধর সাপ দেখতে পান তিনি। তার ছোবলেই নাতি যন্ত্রণায় কাতরাচ্ছে বলে বুঝতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে সকলকে ডেকে তোলেন তিনি।
আরও পড়ুন: Health Tips: ম্যালেরিয়া-ডেঙ্গি থেকে বাঁচতে চান? মানতেই হবে এই নিয়ম
কিন্তু এলাকার স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে না গিয়ে, ঝাড়ফুঁকের উপরই আস্থা রাখেন প্রবীণ দম্পতি। সেই মতো নিরঞ্জন বর নামের এলাকার এক ওঝার বাড়িতে শুভকে নিয়ে হাজির হন তাঁরা। সেখানে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে ঝাঁড়ফুঁক। কিন্তু কিছুতেই পরিস্থিতির উন্নতি হয়নি।
বরং যত সময় এগোতে থাকে, ততই শুভর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ক্রমশ অবসন্ন হয়ে পড়তে থাকে সে। শেষমেশ স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুভকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একরত্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
বিনা চিকিৎসায় মৃত্যু শিশুর
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ওই ওঝাকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, তাঁর বিরুদ্ধে শনিবার পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের করেন শুভর পরিবারের লোকজন। তার ভিত্তিতে ওই ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকাতেই এমন ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে।