South 24 Parganas: ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা ছিনতাই দুষ্কৃতীদের
ধারালো অস্ত্রের কোপে এতটাই জখম হয়েছিলেন ওই ব্যবসায়ী যে, হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করতে হয়।
জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : এবার ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বিষ্ণুপুর থানা এলাকায়। ঘারালো অস্ত্রের কোপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যসায়ী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুন - South 24 Parganas: দুর্যোগের আগে সাগরে বাঁধ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত এগারোটা নাগাদ নিজের মিষ্টির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পঞ্চাশ বছর বয়সী দীপক কুমার ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা এলাকায় মিষ্টির দোকান ওই ব্যবসায়ীর। দীপক কুমার ঘোষ নামে ওই ব্যবসায়ীর বাড়ি ঘোষ পাড়ায়। এদিন রাতে মোটর সাইকেলে চেপে যখন তিনি খড়িবেড়িয়া কাস্টমহল ধরে ঘোষ পাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন, সেই সময়ই দক্ষিণ বাগীর কাছে দুই দুষ্কৃতী স্কুটারে চেপে আসে। প্রথমে তারা দীপক বাবুর পথ আটকায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যবসায়ীর উপর তারা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায় বলে জানা গিয়েছে। আচমকা হামলায় ব্যবসায়ীর চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপরই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষজনরাই রক্তাক্ত অবস্থায় মিষ্টান্ন ব্যবসায়ী দীপক ঘোষকে প্রথমে আমতলার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ধারালো অস্ত্রের কোপে এতটাই জখম হয়েছিলেন ওই ব্যবসায়ী যে, হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করতে হয়। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যবসায়ী।
আরও পড়ুন - Weather Update: আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব, আজ থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে
আহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমতলায় নিজের দোকান, 'পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার' রোজই প্রায় ওই সময়ই বন্ধ করতেন দীপক কুমার ঘোষ। দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করেছে। তাঁরা ইতিমধ্যেই বিষ্ণুপুর থানায় দুষ্কৃতীদের নামে অভিযোগ জানিয়েছেন। বিষ্ণুপুর থানার পুলিশ তদন্তে নেমে বোঝার চেষ্টা করছে যে, এটা নিতান্তই কোনও ছিনতাইয়ের ঘটনা নাকি এর সঙ্গে ওই ব্যবসায়ীর কোনও ব্যবসায়ীক শত্রুর যোগাযোগ রয়েছে।