South 24 Parganas: সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা, একরত্তির উপর অত্যাচারের অভিযোগ মাসি-মেসোর বিরুদ্ধে
Sonarpur News: জন্মের পরেই তার মায়ের মৃত্যু হয়। মা মারা যাওয়ায় মাত্র তিন মাস বয়স থেকেই মাসি ও মেসোর কাছেই থাকে সে।
রঞ্জিত হালদার, সোনারপুর: শিশুর গায়ে মারের দাগ। অভিযোগ একরত্তির গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। মাসি-মেসোর বিরুদ্ধে চাঞ্চল্য সোনারপুর থানা (Sonarpur Police Station) এলাকায়। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত সরকারি হোমে রয়েছে ওই শিশু।
চাঞ্চল্য সোনারপুর থানা এলাকায়: পাঁচ বছরে শিশুর উপর অত্যাচার মাসি ও মেসোর বিরুদ্ধে। মায়ের মৃত্যুর পর থেকে তাদেরই মা-বাবা হিসেবেই চেনে ওই শিশু। মাত্র তিন মাস বয়স থেকে তাঁদের কাছেই থাকছে শিশুটি। অভিযোগ চিরুনি দিয়ে তাকে মারা হয়েছে। এর পাশাপাশি গোটা গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
সোনারপুর থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত মাসি ও মেসো। তাঁদের সঙ্গেই থাকত আক্রান্ত শিশুটি। জন্মের পরেই তার মায়ের মৃত্যু হয়। মা মারা যাওয়ায় মাত্র তিন মাস বয়স থেকেই মাসি ও মেসোর কাছেই থাকে সে। তাঁদেরকেই বাবা ও মা বলে জানত ও ডাকত। জানা গিয়েছে, আক্রান্ত শিশুটির স্কুলের বন্ধুরা তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। তারাই তাদের বাবা-ও মায়ের কাছে পুরো বিষয়টি জানায়। অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুটির মাসি ও মেসোর কাছে যায়। আক্রান্ত শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যান স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। শিশুটিকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাকে একটি সরকারি হোমে রাখা হয়েছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিষয়টি অন্যান্য অভিভাবকরা সোনারপুর থানায় মৌখিকভাবে জানালেও এখনও পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দায়ের করেননি। স্কুলের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে ফের রাজ্যে অ্য়াসিড হামলার অভিযোগ। এবার হাওড়ার বেলুড়ে ঘুমন্ত তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল। গুরুতর জখম ২২ বছরের তরুণীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, গতকাল মা-বোনের সঙ্গে ঘুমিয়েছিলেন তরুণী। তিনি শুয়েছিলেন জানলার ধারে। রাত ১টা নাগাদ তরুণীর চিৎকারে সকলের ঘুম ভাঙে। পুলিশ সূত্রে খবর, তরুণীর শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গিয়েছে। পরিবারের দাবি, সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল তরুণীর। কী কারণে হামলা, তা নিয়ে অন্ধকারে পরিবার। কে বা কারা অ্যাসিড ছুড়ল, খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Case: 'এই মামলায় রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি' মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির