South Bengal Weather: বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা?
নতুন বছরের প্রথম দিনেও উধাও শীত। এরই মধ্য়ে বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের (West) জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফুসহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় তুযারপাত এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
নতুন বছরের প্রথম দিনেও উধাও শীত। এরই মধ্য়ে বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূ্র্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালী হাওয়ার দাপট বাড়ছে। কমছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। অন্য়দিকে, উত্তরবঙ্গের সান্দাকফুসহ দার্জিলিংয়ের পার্বত্য় এলাকায় আগামী ২৪ ঘণ্টায় তুযারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত মালুম হবে না। আগামী ৩ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।