Sukanta Majumdar: দণ্ডি কেটে BJP ছেড়ে TMC-তে ফিরলেন ৩ মহিলা! 'আদিবাসীদের অপমান', মন্তব্য সুকান্তর
BJP: বিজেপিতে যোগ দেওয়ায় চার মহিলাকে রাস্তায় দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করানোর অভিযোগ উঠল। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার।
কলকাতা: দলবদলের অভিনব ছবি দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে। বিজেপিতে (BJP) যোগদানকারীরা তৃণমূলে (TMC) ফিরলেন দণ্ডি কেটে। দণ্ডি কেটে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন তিন মহিলা। এই তিনজন বৃহস্পতিবার তপনের গোফানগরে বিজেপিতে যোগদান করেন। গেরুয়া শিবিরের দাবি, সেখানে প্রায় ২০০ মহিলা বিজেপিতে যোগদান করেন।
বিজেপিতে যোগ দেওয়ায় চার মহিলাকে রাস্তায় দণ্ডি কাটিয়ে প্রায়শ্চিত্ত করানোর অভিযোগ উঠল। দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির ট্যুইট, তপনের গোফানগরের চার মহিলা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
TMC has time and again insulted tribal people. This takes it even higher. This is highly condemnable. We firmly stand with our karyakartas and will do everything to protect them.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 7, 2023
আরও পড়ুন, 'মহিলারা নোংরা জামা পরলে শূর্পণখার মতো দেখতে লাগে', বিতর্কিত মন্তব্য কৈলাসের!
দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর দাবি, '২০০ জন নয় তার থেকে অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছে। যাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছে। এদের মধ্যে চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। আগামী দিনে বাকি মহিলারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে', বলে জেলা মহিলা তৃণমূল নেত্রী জানিয়েছেন।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর এলাকায় একটি যোগদান কর্মসূচি ছিল বিজেপির। যেখানে বিধায়ক বুধরাই টুডু জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। বিজেপির দাবি প্রায় দুইশ জন মহিলা যোগদান করে এই যোগদান কর্মসূচিতে। আর সেই মহিলাদের মধ্যেই চারজন মহিলা নিজেদের 'ভুল বুঝতে পেরে' দণ্ডি কেটে এসে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে আবার তৃণমূলের যোগদান করলেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি প্রদীপ্ত চক্রবর্তীর হাত ধরে এই যোগদান কর্মসূচি চলে।