(Source: ECI/ABP News/ABP Majha)
South Dinajpur: বেহাল রাস্তায় নাকাল বাসিন্দারা, রাস্তা আটকে বিক্ষোভ
Balurghat News: রোজ ভারী ট্রাক্টর নিয়ে যাতায়াত করার জন্য সেখানকার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। সেই অভিযোগে ফের বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
মুন্না আগরওয়াল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: শহরের মধ্যে জঞ্জাল ফেলার ভাগাড় নেই। শহর এলাকার বাইরে রয়েছে সেই ভাগাড়। শহরের মধ্যেই সেটি না থাকায় একদিকে সুবিধা যেমন রয়েছে, তেমনই সমস্যাও রয়েছে। কী সমস্যা? প্রতিদিন জঞ্জাল নিয়ে একাধিক ট্রাক্টর শহর থেকে যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) পুরসভার ভাগাড়ে। রোজ ভারী ট্রাক্টর নিয়ে যাতায়াত করার জন্য সেখানকার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। সেই অভিযোগে ফের বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
কী অভিযোগ:
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের লালমাটি এলাকার বাইরে রয়েছে পুরসভার ভাগাড়। সেই ভাগাড়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রাক্টর লালমাটি এলাকা দিয়ে যাতায়াত করে। সেই কারণে ওই এলাকার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিন, বিভিন্ন কাজে ওই রাস্তা ব্যবহার করতে হয় বাসিন্দাদের। রাস্তা খারাপ হয়ে যাওয়ায় প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তাঁদের। বারবার সেই রাস্তা ঠিক করার জন্য স্থানীয় পুরসভাকে জানানো হয়েছে বাসিন্দাদের তরফে। কিন্তু তাতে পুর কর্তৃপক্ষ কোনওরকম কাজ করেনি বলে অভিযোগ। শীত বা গরমের মরসুমে কষ্ট হলেও তা সহ্য করে নিয়েছেন বাসিন্দারা। কিন্তু বর্ষাকালে কী হবে? সেই কথা ভেবে এখন থেকেই আতঙ্কিত তাঁরা। বৃষ্টির কারণে রাস্তা আরও খারাপ হয়ে গেলে প্রতিদিন যাতায়াত আরও কষ্টসাধ্য হবে। আপৎকালে অ্যাম্বুল্যান্স বা গাড়ি করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কথা ভেবেই উদ্বেগে ওই এলাকায় বাসিন্দারা।
বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই রাস্তার হাল খারাপ থাকলেও কোনওভাবে কাজ করা হয়নি। বাধ্য হয়ে বেশ কয়েকবার ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। প্রতিবারই পুরসভার আশ্বাসে বিক্ষোভ তুলে নিয়েও কাজ হয়নি। ফের এদিন বিক্ষোভ দেখানো হয়। দ্রুত রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন, জানিয়ে দিলেন বিমান, বিধায়ক পদ বাতিলের দাবি ফের খারিজ