Sovan Chatterjee: শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! বাড়িতে কুণাল, 'মমতার ইচ্ছাকে দূরে ঠেলে দেব না..'
Sovan On Mamata: শোভনের বাড়িতে কুণাল ঘোষ, জোর জল্পনা, কী বলছেন শোভন ?
কলকাতা: শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) । শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন ( Sovan Chatterjee )।
'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না। একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন', এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়। 'শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার। কখন কি হবে, নেত্রী সিদ্ধান্ত নেবেন', শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের।
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন কী শুধু সময়ের অপেক্ষা? কলকাতার প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে কি তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে? এই জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। কলকাতার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বলেছেন, 'তৃণমূল কংগ্রেস দল আর আমি পরস্পরের পরিপূরক।'এদিকে কলকাতা পুরসভার পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'আমার কোনও তথ্য নেই, আমার কোনও উৎসাহও নেই।' ঠিক এমনই এক তৎপরতার মাঝেই শুভেন্দু অধিকারী বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জিকে মেয়র করবে, ববি হাকিমকে জানিয়ে দিয়েছে।' আর এই মন্তব্যের পর কার্যত তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন কী শুধু সময়ের অপেক্ষা? তাঁকে দলে ফেরাতে কি তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে? তৃণমূলের অন্দরের সমীকরণে কী কোনও বদল আসতে চলছে? জল্পনা উস্কে কদিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে আসেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপরই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে তাঁর সঙ্গে আলোচনা করেন দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতাও। এই অবস্থায়, ইঙ্গিতপূর্ণভাবে একুশে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন শোভন চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, রথযাত্রার আগে দুর্যোগের আশঙ্কা, ভোর থেকেই ভারী বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।