Christmas Metro Service: ক্রিসমাসে ভিড় সামলাতে বিশেষ মেট্রো পরিষেবা, পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনে ঢোকা-বেরনোর জন্য নির্দিষ্ট গেট!
Kolkata Christmas: ভিড় এড়াতে আগামীকাল বাড়তি মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিট স্টেশনে ঢোকা ও বেরনোর জন্য থাকছে নির্দিষ্ট গেট

কলকাতা: ক্রিসমাস ইভে সেজে উঠেছে কলকাতা থেকে শুরু করে শহরতলি। পার্ক স্ট্রিটের রাস্তায় মানুষের ঢল। পার্কস্ট্রিট থেকে শুরু করে অ্যালেন পার্ক.. প্রচুর মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। আজ ও কাল, অনেক রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, জোরকদমে চলছে খাওয়াদাওয়াও। আর, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আগামীকাল থাকবে বাড়তি মেট্রো পরিষেবা। শহরের প্রচুর মানুষ ক্রিসমাস ইভ ও ক্রিসমাসে ভিড় জমাবেন পার্ক স্ট্রিটে। আর সেই ভিড় সামাল দিতে আগামীকাল থাকছে বাড়তি পরিষেবা।
ভিড় এড়াতে আগামীকাল বাড়তি মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ভিড় এড়াতে পার্ক স্ট্রিট স্টেশনে ঢোকা ও বেরনোর জন্য থাকছে নির্দিষ্ট গেট। মেট্রো সূত্রে জানানো হচ্ছে, পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে সব গেট দিয়ে ঢোকা-বেরনো যাবে না। পার্ক স্ট্রিট স্টেশনে থাকবে RPF-এর স্পেশাল টিম। মেট্রোর সময়েরও কিছুটা বদল হয়েছে। আগামীকাল দক্ষিণেশ্বর থেকে রাত ১০.২৩ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। আগামীকাল ব্রিজি থেকে রাত ১০.৩০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। গ্রিন লাইনে দু'দিক থেকেই শেষ মেট্রো ৯.৫৫ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে প্রত্যাশা করা হচ্ছে, এসে সামাল দেওয়া যাবে ভিড়। সাধারণ মানুষেরও সুবিধা হবে।
অন্যদিকে, আলোর সাজে আজ অচেনা শহর কলকাতাও। শহরের প্রায় প্রত্যেকটা চার্চ সেজে উঠেছে আলোর মালায়। আজ রাত ৯টার কিছুটা আগে কলকাতার বড়বাজারে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বড়দিনের আগের রাতে বিশেষ প্রার্থনাসভায় যোগ দিয়েছিলেন তিনি। প্রত্যেক বছরই বড়দিনের আগের রাতে এখানে আসেন মুখ্যমন্ত্রী। এ বারও তাঁর সেই অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, প্রত্যেক বছরের মতো, এই বছরেও বেলুড় মঠে আয়োজন করা হয়েছিল যীশুখ্রীস্টের আরাধনার। বেলুড় মাঠে যেমন মহা সমারোহে পালন করা হয় দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর মতো পুজো, তেমনই প্রত্যেক বছরই এখানে ক্রিসমাস ইভে, অর্থাৎ ২৪ ডিসেম্বর আয়োজন করা হয় যীশুখ্রীস্টের বিশেষ আরাধনার। এই বছরও তার অন্যথা হল না। ক্রিসমাস ইভে নিয়ম মেনে আয়োজন করা হল যীশু পুজোর। দর্শনার্থীদের এই পুজো ঘিরে আলাদা আকর্ষণ থাকে। মূল মন্দির চত্বর বিশেষভাবে সাজানো না হলেও, সাজিয়ে তোলা হয় মন্দিরের বাইরের অস্থায়ী অংশ। কিন্তু অনেকেই জানেন না, এই উদযাপনের পিছনে রয়েছে একটি গল্প, যার শিকড় হুগলী জেলায়।






















