SSC Case Update : 'চিহ্নিত অযোগ্যদের' নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না দিলে অপূরণীয় ক্ষতি', হাইকোর্টে সওয়াল রাজ্যের; মরিয়া কমিশনও
Calcutta High Court: এই যে যাদের 'অযোগ্য' বলে চিহ্নিত করা হচ্ছে তাঁদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় আদৌ কি স্কুল সার্ভিস কমিশন আছে ? প্রশ্ন বিচারপতির

সৌভিক মজুমদার, কলকাতা : 'চিহ্নিত দাগি'দের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। 'চিহ্নিত দাগি'দের নিয়োগে অংশ নিতে না দিলে তাঁদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।তাছাড়া এটা তাঁদের মৌলিক অধিকারেও হস্তক্ষেপ হবে বলে সওয়াল করেছে রাজ্য ও কমিশন। এদিন কলকাতা হাইকোর্টে কমিশনের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে মাত্র ১৮৮ জন 'চিহ্নিত দাগি' আবেদন করেছেন। মোট 'চিহ্নিত দাগি' ১৮০১ জন। রাজ্যের তরফে এমন সওয়ালও করা হয়েছে যে, সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না। এই মামলায় কাল ফের শুনানি।
সওয়াল-পর্ব বিস্তারিত...
আইনজীবীরা বলছেন, আজ বিচারপতি সৌমেন সেন মূলত দু'টি প্রশ্ন করেছেন। সেই দু'টি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। তাঁর প্রথম প্রশ্ন, এই যে যাদের 'অযোগ্য' বলে চিহ্নিত করা হচ্ছে তাঁদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় আদৌ কি স্কুল সার্ভিস কমিশন আছে ? বা, এই চিহ্নিত অযোগ্যদের নিয়ে সওয়াল করার আদৌ কোনও আইনি অধিকার স্কুল সার্ভিস কমিশনের রয়েছে কি না। প্রসঙ্গত, আইনজীবীদের প্রশ্ন ছিল, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কেন তারা চিহ্নিত অযোগ্যদের পক্ষে দাঁড়াবে বা তাদের পক্ষে সওয়াল করবে এবং চিহ্নিত অযোগ্যরা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেটা নিয়ে তারা প্রশ্ন করবে। এই প্রশ্ন ইতিমধ্যে আইনজীবীদের তরফে করা হয়েছিল। আইনজীবীরা একথা বলেছিলেন যে, যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে এই চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল করা হল, তাঁদের বেতন ফেরত দিতে হবে এবং একেবারে নির্দিষ্ট একটা দুর্নীতির কারণে এই চিহ্নিত অযোগ্য ও বাকিদের চাকরি বাতিল হয়েছে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কীভাবে এই চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে ? সেই প্রশ্ন আইনজীবীরা তুলেছিলেন। ফলে, তার প্রেক্ষিতে আজকের প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর পাশাপাশি বিচারপতি সৌমেন সেন আরও প্রশ্ন করেছেন, এই চিহ্নিত অযোগ্যরা কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারলেন কি পারলেন না তার দ্বারা স্কুল সার্ভিস কমিশন কীভাবে প্রাভাবিত হবে ? তার ব্যাখ্যা হিসাবে আইনজীবীরা বলছেন, স্কুল সার্ভিস কমিশনের কাজ হল পরীক্ষা নেওয়া এবং যে শূন্যপদ তৈরি হবে তার পরীক্ষা নিয়ে নাম সুপারিশ করা। সেই সুপারিশের ভিত্তিতে নিয়োগ হবে। যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন। এটাই নিয়ম। ফলে, অযোগ্য প্রার্থীরা...যাঁরা সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের হয়ে কেন স্কুল সার্ভিস কমিশন সওয়াল করবে বা কমিশন কীভাবে প্রাভাবিত হবে...সেই প্রশ্নও বিচারপতি তুলেছেন।
গত দিনে সিঙ্গল বেঞ্চে সরকার ও স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েছিল। আজও সেই একইভাবে দেখা গেল, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করল। সরকারের তরফে যে সওয়াল আজ কলকাতা হাইকোর্টে করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে, এই চিহ্নিত অযোগ্যদের যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না দেওয়া হয়, সেক্ষেত্রে এই চিহ্নিত অযোগ্যদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। পাশাপাশি এও বলা হয়েছে, এদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না দেওয়া হলে সেটা তাঁদের মৌলিক অধিকার হস্তক্ষেপ করা হবে। এমনই সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। অর্থাৎ, সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ দুই জায়গাতেই রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়েই সওয়াল করছে। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না।






















