TMC News: 'জনগণের কাছে ক্ষমা চাইছি', দাগি তালিকা প্রকাশ হতেই TMC নেতার কান ধরে ওঠবস!
বিবেক দংশনে তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলরের ওঠবস।

বিটন চক্রবর্তী, তমলুক: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের মুখে ১ হাজার ৮০৬ জন দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম নেই, সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন চাকরিহারা এক যোগ্য শিক্ষক। পুরো বিষয়টা যাচাই করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, সর্বোচ্চ আদাতের নির্দেশ, স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি' এমন কেউ যেন পরীক্ষায় বসতে না পারেন।
এই সব ঘটনার মধ্যেই দাগি তালিকা প্রকাশ হতেই তৃণমূল নেতার কান ধরে ওঠবস-এর ভিডিও ভাইরাল । বিবেক দংশনে তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলরের ওঠবস এমনটাই মনে করছে অনেকে। কান ধরে ওঠবস করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা।
রাজ্য যুব তৃণমূলের সহ-সভাপতি পার্থসারথি মাইতি বলেন, 'টাকা নিয়ে আমাদের দলের নেতারা মুখ খুলছে না। গোপনে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাই আমি জনগণের কাছে ক্ষমা চাইছি'।
SSC-র প্রকাশিত 'দাগি'দের তালিকায় সামনে এসেছে একাধিক তৃণমূল নেতার ঘরের লোকের নাম! কারও মেয়ে, কারও বউমা, কারও স্বামী। শুধু তৃণমূল নয়, SSC-র 'দাগি'-তালিকায় মিলেছে বিরোধীদের কানেকশনও! তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি নেতার ভাই এবং বীরভূমের বিজেপি নেতার স্ত্রীর। দাগি তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনার এক সিপিএম নেতারও।
প্রসঙ্গত, শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগিদের ২টি তালিকা প্রকাশ করেছে এসএসসি। যার কোনওটাতেই নেই দাগি শিক্ষক-শিক্ষিকাদের সকুলের নাম কিংবা তাদের পড়ানোর বিষয়। আর এ নিয়েই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিরোধী শিবির ও 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা মহলে। বিরোধী শিবিরের স্পষ্ট অভিযোগ, এসএসসি- র প্রকাশিত এই তালিকা অসমপূর্ণ ও অস্বচ্ছ। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার একে বলছেন টিপ অব দ্য আইসবার্গ! বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপিও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।






















