SSC Exam 2025: হুগলিতে SSC পরীক্ষা দিতে এসে মোবাইল-টাকা খোয়া গেল উত্তরপ্রদেশের পরীক্ষার্থীর !
SSC Exam: SSC পরীক্ষা দিতে এসে কেপমারির খপ্পড়ে, দাবি উত্তরপ্রদেশের পরীক্ষার্থীর।

হুগলি : SSC পরীক্ষা দিতে এসে কেপমারির খপ্পড়ে, দাবি উত্তরপ্রদেশের পরীক্ষার্থীর। কেপমারির অভিযোগ উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জের বাসিন্দা আনন্দ কুমার বিন্দের। বিভূতি এক্সপ্রেসে হাওড়ায় নেমে লোকাল ট্রেনে হুগলি স্টেশনে যান, দাবি পরীক্ষার্থীর। তাঁর আরও দাবি, স্টেশনে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। তিনিই হোটেলে নিয়ে যান তাঁকে। খাবার খেয়ে গঙ্গায় স্নান করতে যান তিনি। নিয়ে যান স্টেশনে আলাপ হওয়া ওই ব্যক্তিই। আনন্দ কুমারের দাবি, 'তার পর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরে দেখি চুঁচুড়া হাসপাতালে ভর্তি।' উত্তরপ্রদেশ থেকে আসা ওই পরীক্ষার্থী আরও দাবি করেছেন যে তাঁরা মোবাইল এবং টাকাপয়সা খোয়া গিয়েছে। পরে চুঁচুড়া হাসপাতাল থেকেই হুগলির HETC কলেজে পরীক্ষা দিতে যান আনন্দ কুমার।
SSC নিয়োগ পরীক্ষায় সামিল উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরাও। নবম-দশমে নিয়োগ পরীক্ষায় সামিল বারাণসীর পরীক্ষার্থী। SSC পরীক্ষার্থী উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও জৌনপুরের বাসিন্দাও। SSC নিয়োগ পরীক্ষায় সামিল ভিনরাজ্যের বাসিন্দারাও। জয়পুরিয়া কলেজের পরীক্ষা কেন্দ্রে দেখা গেল উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের কোচবিহারে ধরা পড়েছে এমনই ছবি।
প্রায় ৯ বছর পর রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোচবিহার জেলার ৩০ টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা। পুলিশ সূত্রে খবর, প্রতি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১জন পুলিশ আধিকারিক ও ৪ জন করে পুলিশকর্মী। ভিনরাজ্য থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এরাজ্যে এসেছেন বহু পরীক্ষার্থী। তারমধ্য়ে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহারও। হাওড়াতেও ধরা পড়ল সেই ছবি। হাওড়া জেলার ২৭টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে।
প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম-দশমে শিক্ষকের শূন্যপদ: ২৩,২১২, পরীক্ষা কেন্দ্র: ৬৩৬, পরীক্ষার্থী: ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯. অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। আজ ও ১৪ সেপ্টেম্বর ২দিন SSC পরীক্ষা। ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু। দুপুর ১২টায় সব পরীক্ষা কেন্দ্রের শুরু হল পরীক্ষা। ১১.৪৫- এ সব পরীক্ষা কেন্দ্রের দরজা বন্ধ হয়েছে।






















