SSC Exam: আজ দ্বিতীয় দফার SSC, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা
SSC Examination 2025: বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত পরীক্ষা। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময়। পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি।

SSC Exam: আজ SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ-দ্বাদশ শিক্ষকের শূন্যপদ ছিল ১২,৫১৪টি। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত পরীক্ষা। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময়। পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি। সকাল ১০টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছতে হবে। গত ৭ তারিখ নির্বিঘ্নেই হয়েছে SSC-র নবম-দশমের নিয়োগ পরীক্ষা। নবম-দশমে শিক্ষকের শূন্যপদ ছিল ২৩,২১২টি।
আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা দেবেন ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের সংখ্য়া ৪৭৮টি। রবিবারের পরীক্ষার আগে শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দেখা গেল প্রস্তুতির ছবি। শহর থেকে জেলা, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। স্বচ্ছ পেন আনতে হবে পরীক্ষার্থীদের। নিতে হবে স্বচ্ছ জলের বোতল। যাবতীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে স্বচ্ছ ফাইলে। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষাতে দেখা গিয়েছিল ভিন রাজ্যের পরীক্ষার্থীদের। একই চিত্র দেখা গিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনও। মণীন্দ্র চন্দ্র কলেজের সামনে উত্তরপ্রদেশ থেকে আসা অনেক পরীক্ষার্থীকে দেখা গিয়েছে এদিন সকালে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করছেন তাঁরা। মণীন্দ্র চন্দ্র কলেজের সামনেই রয়েছে শ্যামবাজার মেট্রোর একটি গেট। সেখানেই অপেক্ষারত রয়েছেন তাঁরা।
আজ SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪। পরীক্ষার্থীর সংখ্য়া ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। পরীক্ষাকেন্দ্র ৪৭৮টি। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হবে ইতিহাস, ভূগোল, হিন্দি, বায়োলজিক্য়াল সায়েন্স এবং বাংলার। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষেধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে পরীক্ষা হবে। বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে অতিরিক্ত ২০ মিনিট সময়। পরীক্ষার্থীদের দেওয়া হবে OMR শিটের কার্বন কপি। এর আগে ৭ তারিখ SSC-র নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। নবম-দশমে শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২।
নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন যাঁরা, ফের যোগ্যতা প্রমাণ করতে পরীক্ষা দিতে হবে তাঁদের। কিন্তু এখনও পর্যন্ত দাগি'দের প্রসঙ্গে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি SSC-র চেয়ারম্য়ান।





















