(Source: Poll of Polls)
SSC Protest in Kasba: চাকরিহারাদের লাথি কেন? পুলিশের আচরণের ব্যাখ্যা চেয়ে জবাব তলব করল লালবাজার
SSC Case: যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা যায়, তাঁর সঙ্গে কী এমন ঘটল যাতে তিনি এমন আচরণ করলেন? জানতে চেয়েছে লালবাজার।

কলকাতা: কসবায় চাকরিহারাদের ওপর লাঠিপেটা ও লাথি মারার ঘটনায় বিদিশা কলিতার কাছ থেকে ব্যাখ্যা তলব করা হল। সাউথ সাব আর্বান ডিভিশনের ডেপুটি কমিশনাররের কাছে ব্যাখ্যা তলব করল লালবাজার। কী এমন পরিস্থিতি তৈরি হল যেখানে চাকরিহারারা DI অফিসে ঢুকে পড়লেন? কী পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে পুুলিশকে লাঠিচার্জ করতে হল? যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা যায়, তাঁর সঙ্গে কী এমন ঘটল যাতে তিনি এমন আচরণ করলেন? কত সংখ্যক পুলিশ ছিল এবং কত চাকরিহারাদের আসার কথা ছিল, তা কি পুলিশ জানত? জানতে চেয়েছে লালবাজার। (SSC Protest in Kasba)
গতকাল কসবায় ডিআই অফিসের বাইরে যে ঘটনা ঘটে, যেভাবে প্রতিবাদীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, একজনের পেটে যেভাবে লাথি মারতে দেখা যায়, সেই নিয়ে রাজ্য়ের মুখ্যসচিব এবং কলকাতার পুলিশ কমিশনার পর্যন্ত মুখ খোলেন। যোগ্য চাকরিহারাদের উপর পুলিশের এমন আচরণে নিন্দায় সরব হয়েছে সব মহলই। সেই আবহেই যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনার বিদিশার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কোন পরিস্থিতিতে চাকরিহারাদের সঙ্গে এমন আচরণ করতে হল, জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়াও গতকাল কসবার DI অফিসের সামনে কতজন চাকরিহারা জড়ো হয়েছিলেন, কত সংখ্যক পুলিশ ছিল, জমায়েতের কথা পুলিশ আগে থেকে জানত কি না, এই সমস্ত তথ্যও জানতে চাওয়া হয়েছে লালবাজারের তরফে। (SSC Case)
গতকাল কসবায় ডিআই অফিসের বাইরে পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি শুরু হয়। পরে চাকরিহারাদের লাঠিপেটা করতে দেখা যায় পুলিশকে। ফলে তর্কাতর্কি থেকে পরিস্থিতি অতদূর গড়াল কী করে, জানতে চায় লালবাজার। যে পুলিশ অফিসার চাকরিহারাকে লাথি মারেন, তাঁর সঙ্গে কী এমন ঘটে, তাও জানাতে বলা হয়েছে। পাশাপাশি, ডিআই অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচি যেখানে আগে থেকেই ঠিক ছিল, সেক্ষেত্রে আগে থেকে কী ব্যবস্থা করা হয়েছিল, জানাতে বলা হয়েছে লালবাজারকে।
যেভাবে চাকরিহারাদের মারধর করা হয়, তা নিয়ে নিন্দার মধ্যে সাফাইও দিয়েছিল পুলিশ। বলা হয়, চাকরিহারারা সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করেন। রাজ্য চাকরিহারাদের পাশে রয়েছে। তাও কারও কথায় বা প্ররোচনায় এমন ঘটনা বাঞ্ছনীয় নয় বলে জানায় পুলিশ। সেই ঘটনায় চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলাও দায়ের করেছে পুলিশ। একটি অভিযোগ দায়ের করেছেন জেলা স্কুল পরিদর্শক। দ্বিতীয়টি কসবা থানার পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা। দু'টি মামলাই করা হয়েছে গতকাল চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে।























