SSC Protest: এসএসসি ভবনে খাবার নিয়ে যেতে বাধা, রাস্তাতেই ছিঁড়ে ফেলে দেওয়া হল প্যাকেট
SSC Recruitment Scam: 'আমরা সারাদিন না খেয়ে আছি। হকের লড়াই লড়ছি। কিন্তু ওনারা ওনাদের জন্য স্বাদের, পছন্দের খাবারের ব্যবস্থা করে রাখছেন। আমাদের খাবার কথা তো ওনারা ভাবার প্রয়োজন মনে করছেন না।'

কলকাতা : এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন কর্মীরা। আটকে রয়েছেন চেয়ারম্যানও। সুরাহা না মিললে কাউকে বেরোতে দেওয়া হবে না। চলবে 'ঘেরাও'। এমনই 'হুঁশিয়ারি' দিয়েছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে এসএসসি ভবনের ভিতর থেকে খাবার অর্ডার করা হয়েছিল। সেই খাবার ডেলিভারি হয়েছে। তবে ভিতরে যেতে বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা। খাবারের প্যাকেট ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। দেখা গিয়েছে, রাস্তার পাশে পলিথিনের প্যাকেটে পড়ে রয়েছে খাবারের বাক্স। কোনও বাক্সের ঢাকনা আলগা হয়ে রয়েছে। কোনও বাক্স থেকে আবার খাবার সব ফেলে দেওয়া হয়েছে। খালি বাক্স পড়ে রয়েছে রাস্তার উপর। এক আন্দোলনকারীর কথায়, 'আমরা সারাদিন না খেয়ে আছি। হকের লড়াই লড়ছি। কিন্তু ওনারা ওনাদের জন্য স্বাদের, পছন্দের খাবারের ব্যবস্থা করে রাখছেন। আমাদের খাবার কথা তো ওনারা ভাবার প্রয়োজন মনে করছেন না। কিন্তু নিজেদের খাবারের চিন্তা করে রাখছেন।' আরেক আন্দোলনকারী বলেছেন, 'আমাদের মুখের খাবার কেড়ে নিয়েছেন। উনি খেতে পারছেন কী করে? মানুষের মধ্যে পড়েন?'
শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও আজ যোগ্য-অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধি দল আজ বৈঠকে বসেছিল এসএসসি ভবনে। কিন্তু কোনও ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। সুরাহা হয়নি। এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফোর্থ কাউন্সেলিং থেকে বাকি কাউন্সেলিং বাতিল। তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত বৈধ। এই বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই ধুন্ধুমার পরিস্থিতি এসএসসি ভবন চত্বরে। আচার্য সদনের সামনে বিক্ষোভে বসেছেন চাকরিহারার। রাতভর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এসএসসি ভবনের দুটো গেট বন্ধ করে রাখা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে চাকরিহারা বিক্ষোভরতরা জানিয়েছেন, 'কাউকে বেরোতে দেওয়া হবে না। আমরাও কোথাও যাব না। কর্মী, চেয়ারম্যান কাউকে বেরোতে দেওয়া হবে না।' এর পাশাপাশি রাতভর এসএসসি- র চেয়ারম্যানকে 'আটকে, ঘেরাও করে রাখার' হুঙ্কারও দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। সন্ধেবেলায় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিও হয়েছে চাকরিহারাদের। এসএসসি ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন তাঁরা। তারপর বাধা পেয়ে বসে পড়েন রাস্তাতেই। সূত্রের খবর, আচার্য সদনের আশপাশের বাড়ির বাসিন্দাদের সঙ্গেও মেজাজ হারিয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। অবশ্য এই সমস্যা কিছুক্ষণের মধ্যে মিটে যায়। তবে চাকরিহারা বিক্ষোভরতরা সাফ জানিয়েছেন, সুরাহা না মেলা পর্যন্ত অবস্থা-ঘেরাও চলবে। তাঁরা কাউকে ছেড়ে কথা বলবেন না, তা তিনি যেই হোন না কেন।






















