Arpita Mukherjee Arrested: বস্তা বস্তা টাকা, বিপুল সম্পত্তির হদিশ! গ্রেফতার 'পার্থ ঘনিষ্ঠ' অর্পিতা
গ্রেফতার করা হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
কলকাতা: গ্রেফতার করা হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। শনিবার সকালে অর্পিতাকে আটক করার পর বিকেলে তাঁকে গ্রেফতার করল ইডি। ইডি সূত্রে খবর, আজ আর আদালতে পেশ করার সময় না থাকায় আপাতত তাঁকে ইডি হেফাজতেই রাখা হবে। জানা গিয়েছে, আগামিকাল রবিবার তাঁকে আদালতে পেশ করা হবে।
অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কার্যত ট্র্যাঙ্ক নিয়ে বের করা হয়েছে টাকা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ট্রাকে করে তা নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা। কলকাতায় ৩টি নেল আর্ট পার্লারের মালিক অর্পিতা।
কী কী জানিয়েছে অর্পিতা, ইডি বলছে...
- চক্রের মাধ্যমে টাকা যেত ওপরতলায়
- দালালের হাত হয়ে ধাপে ধাপে টাকা যেত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে
- এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা
- দালালদের কাছ থেকে সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে
বেলঘরিয়ার অভিজাত আবাসনে তাঁর ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট এবং বেলঘরিয়া দেওয়ান পাড়ায় পৈতৃক বাড়ি রয়েছে। রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসতেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ।বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় পৈতৃক বাড়িতে থাকেন অর্পিতার মা।
এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য ট্যুইটে লেখেন , এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ভিডিয়ো পোস্ট করে ট্যুইট অমিত মালব্যর। বিজেপির আইটি সেলের প্রধান লিখেছেন, খুব বেশিদিনের কথা নয়। খোলা মঞ্চে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সেই ঘনিষ্ঠের প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁর বাড়ি থেকে ইডি বেশি নয়, সামান্য ২০ কোটি টাকা উদ্ধার করেছে। মমতা তাঁকে চিনতেন, জানতেন তিনি কী ধরনের ‘ভালো কাজ’ করেন। ভুল করবেন না। পার্থ নিজের ইচ্ছায় প্রতারণা করছিলেন না।।