Recruitment Scam: 'সরকারি আইনজীবী কোথায়?, তদন্তকারী অফিসার কোথায়?' নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে ভর্ৎসিত CBI
SSC Case CBI Faces Question At Court: নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে 'গরহাজির'সরকারি আইনজীবী ও তদন্তকারী অফিসার', ক্ষুব্ধ বিচারপতি, বললেন..

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ব্য়াঙ্কশাল কোর্টে ভর্ৎসিত সিবিআই। কোর্টে শুনানির দিন গরহাজির, উপস্থিত ছিলেন না সিবিআইয়ের তদন্তকারী অফিসার। শুনানিতে ছিলেন না সিবিআইয়ের সরকারি আইনজীবী। অন্য এক আইনজীবী CBI-র হয়ে দাঁড়ান শুনানিতে। আর এখানেই প্রশ্ন তোলেন বিচারক। 'সরকারি আইনজীবী কোথায়? তদন্তকারী অফিসার কোথায়?' প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন, 'কেন নতুন বিধি এনে জটিলতা ?', এবার হাইকোর্টের প্রশ্নের মুখে SSC
এদিন যখন মামলার শুনানি শুরু হয়, বিচারক শুভেন্দু সাহা তিনি যখন কোর্ট রুমে আসেন, তিনি দেখেন যে, এই মামলার তদন্তকারী অফিসার বা কোনও সিবিআই অফিসার কোর্টে উপস্থিত ছিলেন না। গরহাজির ছিলেন তারা। এবং এই মামলায় যিনি সরকারি আইনজীবী , তিনিও কিন্তু সেখানে ছিলেন না। সিবিআই এর একজন জুনিয়র আইনজীবী, তিনি কোর্টে ছিলেন। এরপরেই 'সরকারি আইনজীবী কোথায়? তদন্তকারী অফিসার কোথায়?' প্রশ্ন তোলেন বিচারক। তখন জুনিয়র আইনজীবী বলেন যে, 'তাঁরা ব্য়স্ত রয়েছেন, আসতে পারেননি।' এরপরেই ক্ষুদ্ধ হন বিচারক। বলেন, একমাত্র আমি ব্যস্ত না, বাকি সবাই ব্যস্ত। যে সময় কাউকে গ্রেফতার করা হয়, সেসময় আপনাদের প্রচুর সময় থাকে, অ্যারেস্ট করার পর আপনাদের তৎপরতা দেখা যায়। কিন্তু যখনই বিচারপ্রক্রিয়া শুরু হয়, আপনাদের কাছে কোর্টরুমে আসার সময় পর্যন্ত নেই।'
প্রসঙ্গত, দুর্নীতির জাঁতাকলে পড়ে, চাকরি হারিয়েছেন বহু যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীরা! পুলিশের লাথি-লাঠি খেয়েও মাটি কামড়ে আন্দোলনে অনড় তাঁরা।এরই মধ্যে, নিয়োগের দাবিতে ফের পথে নামলেন ২০২২-এর প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু করে কলেজস্কোয়ার পর্যন্ত মিছিলে হাঁটেন তাঁরা।টেট পাস চাকরিপ্রার্থী (২০২২ প্রাথমিক) বলেন যে, 'সরকারের দ্বিচারিতা। ভোট আসে, ভোট যায়, সরকার আমাদের হাতে এইরকম ললিপপ ধরিয়ে বসিয়ে দেয়। প্রত্যেকদিন আর ছেলে ভোলানো কথায় আর চলছে না। আমাদের পেট চলছে না।'
২০২২-এর ডিসেম্বর মাসে প্রাথমিক টেট নেওয়া হয়।২০২৩-এর ফেব্রুয়ারি টেটের ফলপ্রকাশ হয়।চাকরিপ্রার্থীদের অভিযোগ, চাকরির পরীক্ষার আড়াই বছর পরও ইন্টারভিউয়ের সুযোগটুকুও তাঁরা পাননি। টেট পাস চাকরিপ্রার্থী বিদেশ গাজি (২০২২ প্রাথমিক) বলেন যে,' প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন, এবার থেকে বছরে ২ বার নিয়োগ হবে। কোনও টেট পাস বসে থাকবেন না। কিন্তু গত ৩ বছর হয়ে গেল, ইন্টারভিউ তো দূর, আমরা একবার আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগটুকু পাইনি।'






















