Teacher Recruitment: স্কুলে গ্রুপ সি-গ্রুপ ডিতে ৯২৩টি পদ বাতিল, ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি
SSC Notification: গ্রুপ সি-গ্রুপ ডির বাতিল পদে ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। মেধা তালিকা মেনে নতুন করে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশের পরেই স্কুলে (School) চাকরি (Recruitment) বাতিল করে ফের নিয়োগ। গ্রুপ সি (Group C)-গ্রুপ ডি'র (Group D) বাতিল পদে ফের নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি। মেধা তালিকা মেনে নতুন করে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পাশাপাশি ডিআইদের কাছে বাতিল চাকরির তথ্য চাইল স্কুল সার্ভিস কমিশন। স্কুলে গ্রুপ সি-গ্রুপ ডিতে ৯২৩টি পদ বাতিল হয়েছে, এসএসসি সূত্রে এমনটাই খবর। ৭ নভেম্বর থেকে ফের নিয়োগের কাউন্সেলিং, জানিয়ে দিল এসএসসি।
আরও পড়ুন, পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, অবশেষে দুর্নীতি মানল এসএসসি
এদিকে, শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ C বা গ্রুপ D, সবেতে এভাবেই নম্বর পরিবর্তন করা হয়েছে। কলকাতা হাইকোর্টে দেওয়া তদন্ত রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি, অবশেষে মানল এসএসসিও। পরীক্ষায় শূন্য, এক, দুই পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, ৫২, ৫৩? স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। অযোগ্য প্রার্থীদের নম্বর বদল নিয়ে বিস্ফোরক দাবি সিবিআইয়ের।
পাশাপাশি, অবৈধভাবে চাকরি প্রাপকদের উদ্দেশ্যে কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের । তিনি বলেন, ‘দুর্নীতির ব্যাপকতা আতঙ্কিত করেছে, কার নির্দেশে? জানতে চাই। কার নির্দেশে ব্যাপক দুর্নীতি? সব নাম বলে দিন সুবীরেশবাবু। একজনের নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ-কল্যাণময়।' রাজ্যবাসী সেই একজনের নাম জানতে চায়, মন্তব্য বিচারপতির। সাদা খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর, তারাও কী চাকরি পেয়েছে? তা কমিশনকে নিশ্চিত করতে বলল হাইকোর্ট।
অন্যদিকে, এদিন এবিপি আনন্দের একান্ত সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ""আদালত যেভাবে আমাদের পথনির্দেশিকা দেবে,সেই মতো অনুমোদন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা কারও চাকরি খেতে চাই না। অতীতে গোলমাল করেও যদি কেউ চাকরি পান, আমরা সেটা রক্ষা করতে চাই। যা নিয়ে বিতর্ক আছে, সমস্যা আছে, আমরা সেই চাকরিও রক্ষা করতে চাই। একইসঙ্গে চাই, যোগ্যরাও যেন বঞ্চিত না হন। এটা মুখ্যমন্ত্রীরই অভিপ্রায়"।