SSC Recruitment Scam : কীভাবে হয়েছিল নিয়োগ 'দুর্নীতি' ? চাঞ্চল্যকর দাবি বাগ কমিটির সদস্যের
Bag Committee Member on SSC Scam : CBI সূত্রে দাবি, তদন্তে তাদেরও অন্যতম অস্ত্র বাগ কমিটির রিপোর্ট।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত নিয়ে এই প্রথম বার মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির অন্যতম সদস্য আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতকারে বেআইনি নিয়োগের তদন্তে উঠে আসা একাধিক বিস্ফোরক তথ্য তিনি তুলে ধরেছেন।
স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাইকোর্টের নির্দেশে SSC’র গ্রুপ C ও গ্রুপ D’র নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলার তদন্ত করছে CBI। কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা। আর এসবের মূলে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির দেড় হাজার পাতার রিপোর্ট। যার ভিত্তিতেই CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। CBI সূত্রে দাবি, তদন্তে তাদেরও অন্যতম অস্ত্র বাগ কমিটির রিপোর্ট।
কী বলছেন অরুণাভ বন্দ্যোপাধ্যায় ?
আর এবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য তুলে ধরলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির অন্যতম সদস্য আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আদালতের নির্দেশে প্রথম যখন তদন্ত শুরু করি, দুনীতি তো আছেই, পুরোটাই নিয়ম বহির্ভূতভাবে। ক্যান্ডিডেটদের অ্যক্টিভিটি খুব সন্দেহজনক। বেশিরভাগের নাম প্যানেলে আসেনি, কান্নাকাটি করার জন্য এসএসসি থেকে বলল, অ্যাপ্লিকেশন করো। তার ফলে রেকমেনডেশন, তারপর নিয়োগ।
আরও পড়ুন ; যৌথ সম্পত্তির সত্যতা স্বীকার অর্পিতার, পার্থর জেরায় আজ ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে ইডি
ED’র হাতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে রয়েছেন। তাঁর তৈরি কমিটি নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বাগ কমিটির সদস্য আইনজীবী। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় একটি কমিটি তৈরি করেছিলেন। সেই সময় গ্রুপ সি, গ্রুপ ডি’র অ্যাপোয়েন্টমেন্ট কমপ্লিট হয়েছিল। কিন্তু অ্যাপ্রুভালে উনি বলেছিলেন, পেন্ডিং রিক্রুটমেন্ট দেখবেন। আমরা সত্যি বুঝতে পারিনি। পেন্ডিং রিক্রুটমেন্ট কী থাকবে। এই কমিটি তৈরির পরই নিয়োগ হয়েছে। তাই আমরা কমিটি অবৈধ বলে বলেছি। এসএসসির আইন না মেনেই কমিটি।
কীভাবে হয়েছিল নিয়োগ দুর্নীতি ? কোন ম্যাজিকে মাত্র ৩ দিনেই শেষ করা হয়েছিল বেশিরভাগ নিয়োগ ? এ’নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন বাগ কমিটির সদস্য।
অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানান, মার্চ ২০২০ তে অ্যাপোয়েমেন্ট, মার্চের ১৮-১৯-২০ তারিখ বেশিরভাগ অ্যাপোয়েন্টমেন্ট হয়েছে।
সব মিলিয়ে বাগ কমিটির রিপোর্টের পরতে পরতে রয়েছে চাঞ্চল্যকর খোলসা।